‘টেম্পোরারি গার্লফ্রেন্ড’ হিসেবে ভাড়া খাটেন! তরুণীর আয় শুনলে আপনার মাথা ঘুরবে

প্রেমিকা হিসেবে ভাড়া খাটেন, মাস গেলে আয় করেন লক্ষ লক্ষ টাকা! অস্ট্রেলিয়ার ২১ বছরের তরুণী রুবি জেড নিজেকে ‘পেশাদার প্রেমিকা’ বলেই পরিচয় দেন। টাকার বিনিময়ে তিনি ভাড়া খাটেন টেম্পোরারি গার্লফ্রেন্ড হিসেবে। এতে যেমন লক্ষ লক্ষ টাকা আয় করেন, তেমন দামি দামী উপহারও পান। কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য প্রেমিকা সাজতে তার আয় শুনলে অবাক হবেন আপনি। প্রেমিকা হওয়ার আবার কিছু শর্তও রেখেছেন তিনি।

Austarlian Woman Serve As Rented Temporary Girlfriend And Earning Money

টাকার বিনিময়ে প্রেমিক-প্রেমিকা ভাড়া করা এখন ট্রেন্ড

বর্তমানে বিভিন্ন দেশেই অর্থের বিনিময়ে প্রেমিক কিংবা প্রেমিকা ভাড়া নেওয়ার প্রচলন বাড়ছে। বেশ কিছু কিছু দেশে তো এটা আবার ট্রেন্ডে পরিণত হয়েছে। ভাড়ায় প্রেমিক কিংবা প্রেমিকা খুঁজে দেওয়ার জন্য অনলাইনে বেশ কিছু ওয়েবসাইটও পাবেন। অস্ট্রেলিয়াও তেমনই একটি দেশ যেখানে রুবির মত অনেকেই টাকার বিনিময়ে পুরুষদের সঙ্গ দেন। টেম্পোরারি গার্লফ্রেন্ড হিসেবে রুবি ঘোরাঘুরি, পার্টি, ভ্রমণ ও বিভিন্ন অনুষ্ঠানে পুরুষদের সঙ্গ দেন।

আরও পড়ুন : হাতে আর মাত্র ৩ মাস! মেয়ের জন্য কাতর আর্তি অস্মিকার বাবা-মায়ের

Austarlian Woman Serve As Rented Temporary Girlfriend And Earning Money

আরও পড়ুন : ৬০ কোটি নয়! ধনশ্রীকে কত টাকার খোরপোষ দিলেন যুযুবেন্দ্র চাহাল?

টেম্পোরারি গার্লফ্রেন্ড হতে কত টাকা নেন রুবি জেড?

আবার ডিনার ডেটেও যান‌ রুবি। একবার ডিনার ডেটে গিয়ে এক যুবকের থেকে তিনি ১.৪ লক্ষ টাকা নিয়েছিলেন। আরেক যুবক তাকে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে দামী দামী উপহার কিনে দিয়েছিলেন। এক চিনা ম্যান রুবির সঙ্গ পাওয়ার জন্য প্রত্যেক সপ্তাহে ৫০০০ টাকা দেন। তবে কারও সঙ্গেই শারীরিক সম্পর্কে জড়ান না রুবি। গ্রাহকরা কেবল তার হাত ধরার অনুমতিটুকুই পান। ডেট শুরু করার আগেই তিনি স্পষ্ট করে গ্রাহকদের জানিয়ে দেন কোনও অনুপযুক্ত কাজ তিনি করবেন না। শারীরিক সম্পর্কেও জড়াবেন না, আগেই কথা বলে স্পষ্ট করে জানিয়ে দেন সেই শর্ত।