রবিবার টিভি পর্দায় সম্প্রচার হল সারেগামাপার গ্র্যান্ড ফিনালে। প্রত্যেক বছরের মত এই বছরও সেরা বিজয়ীদের নাম ঘোষণার পর সোশ্যাল মিডিয়াতে চরম অসন্তোষ প্রকাশ করতে শুরু করলেন নেট নাগরিকরা। বিজয়ী যারা হয়েছেন তাদের অনুরাগীরা যেমন প্রশংসায় পঞ্চমুখ, তেমনই যেসব প্রতিযোগী সেরা হতে পারলেন না তাদের ভক্তরা বিচারকদের সমালোচনায় সরব এখন। বিশেষ করে আরাত্রিকা এবং অনীকের ভক্তরা এই ফলাফল মানতেই পারছেন না।
এই বছর সারেগামাপার বিজেতা হলেন কারা?
বিচারকদের মতে ২০২৪ সালের সারেগামাপা প্রতিযোগিতার শেষে সেরার সেরা হয়েছেন দেয়াশিনী এবং অতনু। এই ফলাফল সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে জি বাংলার তরফ থেকে দর্শকদের উদ্দেশ্যে বলা হয়, “কেমন লাগলো বাংলার সবচেয়ে বড় সংগীতের উৎসব সারেগামাপা গ্র্যান্ড ফিনালে? কমেন্ট বক্সে জানান আপনাদের মূল্যবান মতামত।” আর এরপরেই কার্যত ক্ষোভের বন্যা বইয়ে দিলেন নেট নাগরিকরা।
দর্শকরা কে কী বলছেন?
দর্শকদের মধ্যে কেউ কেউ লিখছেন, “আরাত্রিকা প্রথম তিনজনের মধ্যে না থাকাটা আশ্চর্যের ব্যাপার। ওর পারফরমেন্স অনেক বেশি মনোগ্রাহি।” কেউ লিখলেন, “প্রথম থেকে সব কটা এপিসোড দেখেছি। আমার সমর্থন ছিল আরাত্রিকার দিকে। ও বাংলা গান বেশি গায় বলে মনে হয় শিরোপা পেল না। বাংলা গানকে খুবই কম গুরুত্ব দেওয়া হয়। অন্তত রানার আপও ওকে করা হল না দেখে খুবই অবাক লাগছে।”
আরও পড়ুন : সিরিয়াল ছেড়ে সিনেমায় পা! টলিউডে পা রাখবেন সব্যসাচী চৌধুরী
আরও পড়ুন : সারেগামাপা ২০২৪ এর বিজয়ী কারা? কে কোন পুরস্কার পেল?
একইভাবে অনীকের ভক্তরাও কমেন্ট বক্সে উগড়ে দিলেন তাদের ক্ষোভ। কেউ লিখছেন, “ছোটদের মধ্যে অনীককে তৃতীয় করাটা ঠিক হয়নি, ওকে আর অতনুকে যৌথভাবে চ্যাম্পিয়ন করা উচিত ছিল।” আবার কেউ লিখলেন, “অনেক কোনওভাবেই তৃতীয় হতে পারে না।” আরেকজনের অভিযোগ, অনীক সবথেকে ছোট। ওকে টিআরপি পাওয়ার জন্য ওকে ব্যবহার করেছে। ওর বিচারক একমাত্র ঈশ্বর। যা মানুষ বিচারকদের দ্বারা সম্ভব নয়।”