গাঁজাখুরি গল্প! ‘কোন গোপনে মন ভেসেছে’ বন্ধের দাবিতে সোচ্চার দর্শকরা

জি বাংলার কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের সাম্প্রতিক এপিসোড দেখে চরম অসন্তুষ্ট হলেন দর্শকরা। এমনকি সিরিয়াল বয়কটের ডাক দিচ্ছেন তারা। উঠছে সিরিয়াল বন্ধ করার দাবি। কিন্তু হঠাৎ কেন জি বাংলার অন্যতম জনপ্রিয় এই সিরিয়ালের উপর এত চটে গেলেন দর্শকরা? সিরিয়ালটির তো টিআরপি তালিকাতে বেশ ভালই ফলাফল রয়েছে। তাও হঠাৎ ‘কোন গোপনে মন ভেসেছে’ এর সাম্প্রতিক এপিসোড দেখে দর্শকরা রেগে আগুন হয়েছেন।

কোন গোপনে মন ভেসেছে সাম্প্রতিক এপিসোড

এই ধারাবাহিকের বর্তমান ট্র্যাকে শ্যামলীর বিয়ের দৃশ্য দেখানো হচ্ছে। চন্দ্রাশীষবাবুর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছে শ্যামলী। চন্দ্রাশীষবাবু শ্যামলীর থেকে বয়সে অনেকটাই বড়। আবার বিয়ের মন্ডপে হাজির হয় শ্যামলীর প্রাক্তন স্বামী অনিকেত। যদিও সিরিয়ালের গল্পে এরকম বারবার নায়ক এবং নায়িকার বিয়ে দেখতে দেখতে ভীষণ অসন্তুষ্ট হচ্ছেন দর্শকরা। এরপরেও অবশ্য অনিকেতকে দেখে দর্শকরা আশা করেছিলেন শ্যামলীর সঙ্গে শেষ পর্যন্ত তারই বিয়ে হবে। যেমনটা হয়ে থাকে অন্যান্য সিরিয়ালের ক্ষেত্রেও।

 Kon Gopone Mon Bheseche

তবে শেষ পর্যন্ত কিন্তু কোন গোপনে মন ভেসেছে অন্য রাস্তা দিয়ে হাঁটলো। অনিকেতের সঙ্গে নয় শেষ পর্যন্ত চন্দ্রাশীষ বাবুর সঙ্গে শ্যামলীর বিয়েটা হয়ে গেল। আবার সেই বিয়েতে অনেকের ধরলো প্রাক্তন স্ত্রীর বিয়ের পিঁড়ি। ধারাবাহিকের এই দৃশ্য দেখে দর্শকরা খুবই বিরক্ত হলেন। শেষ পর্যন্ত চন্দ্রাশীষের সঙ্গে শ্যামলীর বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না দর্শকরা। যখন সেটাও হয়ে গেল তখন সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগড়ে দিলেন তারা।

আরও পড়ুন : পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবেও! ডেট করছেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়ালের দুই তারকা

 Kon Gopone Mon Bheseche

আরও পড়ুন : পর্দায় খিটখিট করলেও বাস্তবে মাটির মানুষ! ‘ধ্যাষ্টামো জেঠু’র কথা জানলে ভালোবাসা বেড়ে যাবে

ধারাবাহিকের এই পর্ব দেখে দর্শকদের মধ্য থেকে অনেকেই বলছেন এরপর এই সিরিয়ালটি দেখাই বন্ধ করে দেবেন তারা। কেউ কেউ বলছেন গাঁজাখুরি গল্প লিখছেন নির্মাতারা। কেউ বিরক্ত হয়ে লিখলেন এইসব গাঁজাখুরি গল্প কেবল বাংলা সিরিয়ালেই সম্ভব। মোটকথা জি বাংলার অন্যতম জনপ্রিয় এই সিরিয়ালের নতুন ট্র্যাক মোটেই পছন্দ করছেন না দর্শকরা। আগামী দিনে শ্যামলীর সঙ্গে কী কী হবে, অনিকেতের সঙ্গে তার আদেও আর মিল হবে কিনা সেটাই এখন দেখার।