সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানটি। প্রত্যেক বছরের মত এ বছরেও জি বাংলা সেরার সেরা অভিনেতাদের হাতে তুলে দিয়েছে পুরস্কার। টেলিভিশনের সম্প্রচার এখনো হয়নি ঠিকই, কিন্তু এরই মধ্যে এই অনুষ্ঠানের পুরস্কার প্রাপকদের তালিকা চলে এসেছে নেট নাগরিকদের হাতে। আর সেই তালিকা দেখেই কার্যত চরম হতাশ হয়েছেন তারা। বিশেষ করে জি বাংলার সেরা জুটির পুরস্কার প্রাপকের নাম দেখে কেউ মেনেই নিতে পারছেন না।
চরম অন্যায় হল জি বাংলার এই সিরিয়ালের উপর
এই বছরের সোনার সংসার অ্যাওয়ার্ড প্রাপকদের যে তালিকা সোশ্যাল মিডিয়াতে এসেছে, দর্শকরা সেসব দেখে বেশ হতাশ হয়েছেন। তাদের দাবি বিভিন্ন ক্যাটাগরিতে যোগ্য ব্যক্তিদের পুরস্কার দেওয়া হয়নি এই বছর। প্রিয় মা, প্রিয় শ্বশুর থেকে শুরু করে সেরা জুটি সহ অনেক ক্যাটাগরিতেই নাকি যোগ্যরা বাদ পড়েছেন। নেটিজেনদের দাবি সবথেকে বেশি উপেক্ষিত হয়েছে ফুলকি। এই সিরিয়ালটি যেখানে বেশ কয়েকবার বেঙ্গল টপার হয়েছে, টিআরপি তালিকাতে সবসময় ভালো পজিশনে থাকে, তা সত্ত্বেও ফুলকিকে এই বছর তেমন ভাল কোনও পুরস্কার দেওয়াই হলো না।
কিসে আপত্তি দর্শকদের?
ফুলকি বরাবরই টিআরপি তালিকাতে উপরের দিকে থাকে। তা সত্ত্বেও সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জগদ্ধাত্রী, নিম ফুলের মধুর থেকে অনেক পিছিয়ে রয়েছে এই সিরিয়াল। এমনকি নতুন শুরু হওয়া সিরিয়াল পরিণীতাও যেখানে সেরা জুটির পুরস্কার পেল সেখানে ফুলকিকে শুধু সেরা বউ আর সেরা বরের পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হল।
আরও পড়ুন : সেরা নায়ক-নায়িকা থেকে বর-বউ! জি বাংলা সোনার সংসারে কে কোন পুরস্কার পেল?
আরও পড়ুন : পারুল বাদ, ফুলকিও ফেল! জি বাংলার সেরা নায়িকা কে? কার হাতে উঠল সেরা পুরস্কার?
কী কী পুরস্কার পেল ফুলকি?
জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৫ এ দিব্যানী মন্ডল সেরা বউ হিসেবে পুরস্কার পেয়েছেন। আর ধারাবাহিকের নায়ক রোহিত ওরফে অভিষেক বসু সেরা বরের পুরস্কার পেয়েছেন। অথচ সেরা জুটি, সেরা ধারাবাহিক কিংবা সেরা পরিবারের মত পপুলার ক্যাটাগরিতে তাদের জায়গা হয়নি। এটা দেখে খুবই হতাশ হয়েছেন ফুলকির ভক্তরা। জগদ্ধাত্রী, নিম ফুলের মধু বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক পুরস্কার পেয়েছে। সদ্য শুরু হওয়া সিরিয়াল পরিণীতাতেও রায়ান এবং পারুলকে সেরা জুটি হিসেবে বেছে নেওয়া হল। সেখানে ফুলকি তার প্রাপ্য সম্মান হারাল এমনটাই মনে করছেন দর্শকরা।