৯০ এর দশকে মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ চ্যাটার্জী এবং বিজয়েতা পন্ডিতের ‘অমর সঙ্গী’ (Amor Songi) সিনেমাটি। সিনেমাটির জনপ্রিয়তা নতুন করে বলার কিছু নেই। আজ প্রায় ৩০ বছর পর প্রসেনজিৎ চ্যাটার্জী প্রোডিউসারের ভূমিকায়। ‘অমর সঙ্গী’ নামেরই একটি সিরিয়ালের প্রযোজনা করছেন তিনি। তবে সেই সিরিয়ালের স্লট ঘিরে দেখা দিল বিতর্ক। জি বাংলার (Zee Bangla) নতুন এই সিরিয়ালের স্লট দেখে হতবাক দর্শকরা।
নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুদুলির জুটিতে আসছে ‘অমর সঙ্গী’। বড় পর্দায় অমর সঙ্গী তো দারুন হিট হয়েছিল। ছোট পর্দার নতুন সিরিয়াল নিয়েও বেশ আশাবাদী ছিলেন দর্শকরা। কিন্তু স্লট ঘোষণা হওয়ার পর সেই আশায় জল পড়েছে। বরং উল্টে দানা বাঁধছে বিক্ষোভ। কারণ ৫ই আগস্ট থেকে প্রত্যেক দিন দুপুর আড়াইটার সময় দেখানো হবে এই সিরিয়ালটি।
এতদিন পর্যন্ত নতুন সিরিয়াল গুলো কার্যত বিকেল থেকে রাত পর্যন্ত স্লট গুলোতে প্রতিযোগিতা করেছে। সন্ধ্যে ছটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত টাইমকে প্রাইম স্লট ধরা হয়। নতুন সিরিয়াল এলে এই সময়ের মধ্যেই দেওয়া হয়। এতদিন পর্যন্ত দুপুর আড়াইটার সময় কোনো নতুন সিরিয়াল দেওয়া হয়নি। বরং টিআরপি না থাকলে সেই সমস্ত সিরিয়ালগুলোকে দুপুরে সরিয়ে দেওয়া হয়েছে।
বাংলায় বেশিরভাগ মানুষ সিরিয়াল দেখেন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। দুপুর দুটোর সময় নতুন সিরিয়াল দেওয়া হলে তা কজন দেখবেন সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়বে টিআরপিতে। বলতে গেলে এই স্লটের কারণে শুরুতেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেল ‘অমর সঙ্গী’। তাই দর্শকরা এটা মেনে নিতে পারছেন না।
আরও পড়ুন : চোখের বালির বিনোদিনী এখন কোথায়? অভিনয় ছেড়ে এখন কি করছেন অভিনেত্রী?
আরও পড়ুন : বন্ধ সব সিরিয়ালের শুটিং, মাত্র এই কদিনই দেখতে পাবেন নতুন এপিসোড
উল্লেখ্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় জি বাংলায় এটা দ্বিতীয় সিরিয়াল। এর আগে ‘আলোর কোলে’ সিরিয়ালটি নিয়ে এসেছিলেন প্রসেনজিৎ। স্বীকৃতি মজুমদার, সমু সরকার এবং কৌশিক মিত্ররা আছেন সেই সিরিয়ালে। ‘অমর সঙ্গী’র প্রোমো দেখে যতটা উৎসাহিত হয়েছিলেন দর্শকরা, স্লট জেনে ঠিক ততটাই নিরুৎসাহিত হতে হচ্ছে তাদের।