দর্শকদের মতামতের গুরুত্ব নেই, জি বাংলার অ্যাওয়ার্ড শো দেখে রেগে আগুন দর্শকরা

বাংলা চ্যানেলগুলো এখন যেন টিআরপি (TRP) ছাড়া আর কিছুই বুঝছে না। টিআরপি যে কোনও সিরিয়ালের (Bengali Mega Serial) ভাগ্য নির্ধারণ করে। সেই সিরিয়ালটি টিকে থাকবে, নাকি তার স্লট বদল হবে, সেটা নির্ধারণ করে দেয় এই রেটিং করে। যদিও টিআরপি বলে দেয় কোন সিরিয়াল কতজন দর্শক দেখছেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সিরিয়ালের ভক্তরা এই টিআরপি সিস্টেমের বিরুদ্ধে মুখ খোলেন বরাবর।

জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড (Zee Bangla Sonar Songsar Award 2023) অনুষ্ঠান অনুষ্ঠিত হতে দেখেও আবার চটলেন দর্শকরা। কারণ তাদের দাবি এখানে যোগ্যতার বিচারে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি কাউকে। টিআরপির বিচারেই যেন এগিয়ে গেল শুধুমাত্র দুটি সিরিয়াল। জগদ্ধাত্রী এবং খেলনা বাড়ির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলল। তবে জগদ্ধাত্রীর টিআরপি বেশি হলেও বেশি পুরস্কার ঝুলিতে ভরে ফেলল খেলনা বাড়ি।

KHELNA BARI

এদিকে জি বাংলার অন্যান্য সিরিয়ালগুলোর ভাগ্যে সেভাবে পুরস্কার জুটলো না। তাই এতে বেশ অসন্তুষ্ট হয়েছেন দর্শকরা। একাধিক পুরস্কার পেয়েছে খেলনা বাড়ি। সেরা মা, সেরা বাবা, সেরা শাশুড়ি মা, এরকম বিভিন্ন পুরস্কার গেছে খেলনা বাড়ির ঝুলিতে। বাকি সিরিয়ালগুলোর হাতে সেরকম পুরস্কার এল না। তাই সোশ্যাল মিডিয়াতে জি বাংলার সমালোচনা করতে শুরু করেছেন দর্শকরা।

দর্শকদের একাংশ দাবি করছেন টিআরপি তালিকা অনুসারেই নাকি যোগ্যতার বিচার হয়েছে এখানে। জগদ্ধাত্রী এবং খেলনা বাড়ির টিআরপি যেহেতু এখন বেশি, তাই এই দুই সিরিয়াল বেশি পুরস্কার পেয়েছে। দর্শকদের বিচারে নয়, কেবল টিআরপি বিচারেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

MITHAI JAGADHATRI

দর্শকদের অতি প্রিয় সিরিয়াল মিঠাই সেভাবে পুরস্কার পায়নি দেখে খুবই রেগে গিয়েছেন কেউ কেউ। দর্শকদের একাংশের মতে সিদ্ধার্থ-মিঠাই অর্থাৎ আদৃত-সৌমিতৃষার জায়গা কেউ কখনও কেড়ে নিতে পারবে না। সিদ্ধার্থ এবং মিঠাইকে কখনও টেক্কা দিতে পারবে না জগদ্ধাত্রী-স্বয়ম্ভু কিংবা অঙ্কিতা-সৌম্যদীপ। তাই জি বাংলার উপর ক্ষোভে ফেটে পড়লেন তারা।

JAGADHATRI

দর্শকদের দাবি এই বছর যেন টিআরপির উপর ভিত্তি করে জগদ্ধাত্রী এবং খেলনা বাড়ির মধ্যে একটা অলিখিত প্রতিযোগিতা শুরু হয়েছিল। গত রবিবার জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৩ এর সম্প্রচার হয় টিভিতে। অনুষ্ঠান সম্প্রচার হওয়ার পর দিন থেকেই শুরু হয় সমালোচনা।