সুর-তালের পিন্ডি চটকে গান গাইলেন টলিউড (Tollywood) অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। হ্যাঁ, শুভশ্রীর শ্রোতারা অন্তত এমনটাই বলছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে শুভশ্রী এমন বেসুরে গান ধরলেন যে কানে রীতিমত আঙুল চাপা দিচ্ছেন শ্রোতারা। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল।
টলিউডের অন্যান্য অভিনেতা এবং অভিনেত্রীদের মত শুভশ্রীও মাচা শো করেন। মিমি চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জী, নুসরাত জাহানদের পর এবার সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিওতে মাচা শো করতে দেখা গেল শুভশ্রীকে। সম্প্রতি বর্ধমানের একটি জায়গায় অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। দর্শকদের সঙ্গে হাসি-ঠাট্টা গল্প করার পাশাপাশি গানও শোনালেন শুভশ্রী। তারই একটি ভিডিও ক্লিপিং এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। সেই ভিডিওতে শুভশ্রীর গান শুনলেন নেট নাগরিকরাও। শুভশ্রী গাইছিলেন ‘বচ্চন’ সিনেমার বিখ্যাত সেই গান, ‘যতই ঘুড়ি ওড়াও রাতে লাটাই তো আমার হাতে’। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাতে জিৎ এবং শুভশ্রী অভিনয় করেছিলেন। নিজের গানের ছবি গেয়েই শেষমেষ ট্রোল্ড হতে হল শুভশ্রীকে।
শুভশ্রীর এমন বেসুরো গান শুনে কেউ লিখলেন, “যার যেটা কাজ নয় করলে এরকমই হবে। এর থেকে নাচ করে নিতে পারত। গান করার কী দরকার ছিল?” কেউ কেউ পরামর্শ দিচ্ছেন আর যাই করুন শুভশ্রী যেন আর কোনদিনও গান না করেন। এটা তার কাজ নয়।
আরও পড়ুন : কেন ভেঙেছিল দেব-শুভশ্রীর প্রেম? আসল কারণটা ফাঁস করে দিলেন শুভশ্রী গাঙ্গুলী
View this post on Instagram
আরও পড়ুন : অন্য নায়িকার ঘনিষ্ঠ রাজ! গায়ে আগুন লাগানোর চেষ্টা করেন শুভশ্রী?
শুধু শুভশ্রী একা নন। মাচা শোয়ে গান শোনাতে গিয়ে এর আগেও টলিউডের বহু তারকা সমালোচিত হয়েছেন। গান না পারলেও দর্শকদের মন রাখতে তাদের গাইতেই হয়। সেসব গান দর্শকরা উপভোগ করলেও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হলেই আর রক্ষা থাকে না। সমালোচনায় ধুয়ে দেন নেট নাগরিকরা। ঠিক যেমন এখন শুভশ্রীর এই গানের পোস্টের কমেন্ট বক্সও নেতিবাচক মন্তব্যে ভরছে।
View this post on Instagram