‘দোতলা’ রাবণ, ‘ছাপরি’ হনুমান! ‘আদিপুরুষ’ নিয়ে মিমে ছয়লাপ নেটপাড়া

ভারতে ছবি এবং সেই ছবির গল্প নিয়ে সমালোচনা হয়েছে বহুবার। বিশেষ করে গত কয়েক বছর ধরে বলিউড (Bollywood)-এর বহু ছবি নিয়ে অনেক অনেক সমালোচনা হয়েছে। যে কারণে দর্শকরা বলিউডের ছবির‌ প্রতি এখন আর আকৃষ্ট হন না। বরং দক্ষিণী ছবি (South Indian Films) নিয়েই উৎসাহ বেড়েছে ভারতীয় দর্শকদের। তবে গত বছর থেকে একটি হিন্দি ছবি খুব চর্চায় ছিল।

এই ছবির নাম হল ‘আদিপুরুষ’ (Adipurush)। গত বছর এই ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকরা ছবির ভিএফএক্সের কাজ নিয়ে প্রশ্ন তুলেছিল। তারপর নির্মাতা কথা দিয়েছিল যে ছবির ভিএফএক্সের কাজের দিকে তারা নজর দেবেন। সেই জন্য ছবির মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছিল।

https://twitter.com/smileandraja/status/1669637324810997762?s=20

সম্প্রতি এই ছবি মুক্তির কয়েক সপ্তাহ আগেই ছবির ট্রেলার মুক্তি পায়। সেই ট্রেলার সকলের পছন্দ হয়েছিল। কিন্তু ছবি মুক্তি পাওয়ার পর আবার ট্রোলিং (Trolling) শুরু হয়ে গিয়েছে এই ছবি নিয়ে। সোশ্যাল মিডিয়া (Social Media)-তে বহু মানুষ এই ছবি নিয়ে বিভিন্ন মিম শেয়ার করেছেন। তবে এবার শুধুমাত্র ছবির ভিএফএক্সের কাজ নিয়ে সমালোচনা হয়নি। বরং ছবির সংলাপ ও গল্প নিয়েও সমালোচনা হয়েছে।

নির্মাতা বলেছিলেন এই ছবিটি ‘রামায়ণ’ (Ramayana)-এর গল্প অবলম্বনে তৈরি করা হয়েছে। কিন্তু ছবির গল্পের সঙ্গে অনেক  জায়গায় রামায়ণের গল্পের কোনও মিল নেই। এমন অনেক ঘটনা দেখানো হয়েছে যেগুলো বাস্তবে রামায়ণে হয়নি। কিন্তু এই ছবিতে দেখানো হয়েছে।

https://twitter.com/hyperkohli/status/1669546264432877569?s=20

এই সকল কারণেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছে ছবির নির্মাতাদের। সোশ্যাল মিডিয়ায় একজন বলেছে, ‘এই ছবির থেকে ইউটিউবারদের বানানো ভিডিও অনেক বেশি আকর্ষণীয় হয়।’ অন্য একজন বলেছেন, ‘এই ছবির ইন্দ্রজিতের চরিত্রটির সঙ্গে মিল রয়েছে ডিসি কমিক্সের বিখ্যাত চরিত্র অ্যাকোয়াম্যানের।’

আরও পড়ুন : ৫০০ কোটির ‘আদিপুরুষ’ থেকে কত কোটি পেলেন প্রভাস-কৃতিরা? চমকে দেবে সইফের পারিশ্রমিক

আবার অনেকে ছবির চরিত্রগুলির লুক নিয়ে কটাক্ষ করে বলেছেন, ‘অভিনেতা-অভিনেত্রী এত চড়া মেকআপ করেছেন, যা দেখে মনে হচ্ছে যুদ্ধের মাঝে চরিত্ররা পার্লার থেকে ঘুরে আসছে। প্রতিটা চরিত্রের মুখ সাদা হয়ে গিয়েছে। চরিত্রগুলির পোশাকও মিলছে না ছবির টোনের সঙ্গে।’

আরও পড়ুন : বক্স অফিসে শ্রীরামের জয়জয়কার! ‘পাঠান’কে টেক্কা দিয়ে প্রথম দিনেই রেকর্ড গড়লো ‘আদিপুরুষ’