একঘেয়ে গল্প দেখে বিরক্ত! ‘নিম ফুলের মধু’র সমালোচনায় মুখর দর্শকরা

জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় মেগা সিরিয়াল হল নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। এই সিরিয়ালটি প্রায় দুই বছর ধরে সগর্বে চলছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে কোনও বাংলা সিরিয়ালের এত দীর্ঘকালীন সময় ধরে চলা সত্যিই প্রশংসনীয়। প্রত্যেক সপ্তাহেই টিআরপিতে সেরা আসনে থাকে এই ধারাবাহিক। কিন্তু তবুও গল্পের বর্তমান প্রেক্ষাপট পছন্দ হচ্ছে না দর্শকদের। এই নিয়ে সমালোচনায় সরব হয়েছেন তারা।

পল্লবী শর্মা এবং রুবেল দাসের ‘নিম ফুলের মধু’ সিরিয়ালটি নিয়ে নতুন করে বলার কিছু নেই। একেবারে শুরুর দিন থেকেই এই সিরিয়ালের প্রতি দর্শকরা আগ্রহ দেখিয়েছেন। প্রায় প্রত্যেক সপ্তাহেই নতুন নতুন টুইস্ট থাকে সিরিয়ালের গল্পে। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে সিরিয়ালের গল্প এক জায়গাতেই আটকে আছে। পর্ণার স্মৃতি সেই যে হারিয়েছিল, এখনো ফিরে এলো না।

NEEM PHOOLER MADHU

বিগত বেশ কিছুদিন আগে পর্ণা স্মৃতি হারিয়েছিল। তার মনেই ছিল না তার বিয়ে হয়েছে এবং একটি মেয়ে আছে। সে নিজেকে কলেজের স্টুডেন্ট বলে মনে করে। তবে সৃজন তাকে আবারও দত্ত বাড়িতে ফিরিয়ে এনেছে। দিকে ছেলে ও বৌমার জীবনে আবারও কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বাবুর মা অর্থাৎ কৃষ্ণা। কৃষ্ণা পর্ণাকে বারবার অপমান করে। ছেলে এবং বৌমাকে এক হতেই দেন না তিনি। এখন আবার পর্ণা এবং সৃজনের জীবনে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন পর্ণার বস অভিমন্যু।

ধারাবাহিকের বর্তমান প্রেক্ষাপট অনুসারে পর্ণাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন অভিমন্যু। পর্ণাও সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে সৃজন ছদ্মবেশে পৌঁছে যায় বিয়ের জায়গায়। সেখানে সৃজনের সঙ্গে অভিমন্যুর হাতাহাতি বাঁধবে। কিন্তু ধারাবাহিকের এমন টুইস্টের উপর টুইস্ট দেখেও খুশি নন দর্শকরা। নায়িকার স্মৃতি ফিরছে না দেখেই ভীষণ বিরক্ত হচ্ছেন তারা। তাই তারা চাইছেন আবার পর্ণার স্মৃতি ফিরিয়ে আনা হোক।

আরও পড়ুন : বড় হয়ে গেল সোনা-রূপা, সোনা-রূপা চরিত্রে অভিনয় করবেন এই দুই অভিনেত্রী

NEEM PHOOLER MADHU

আরও পড়ুন : যৌন হেনস্থায় অভিযুক্ত টলিউডের ৬০% পরিচালক! প্রকাশ্যে এল চাঞ্চল্যকর অভিযোগ

দর্শকদের মতে দত্ত বাড়ির আগের গল্পটাই ভাল ছিল। মাঝখানে গল্প বদলে ধারাবাহিকের গল্পের জোর কমে যাচ্ছে। কেউ কেউ লিখছেন, “পর্ণার স্মৃতি আর ফিরবে না। খুকি সেজে থাকবে আর ১৪ বার বিয়ের পিঁড়িতে বসবে। ন্যাকামো আর ভালো লাগছে না।” দর্শকদের এই বিরক্তি নির্মাতাদের কানে পৌঁছায় কিনা সেটাই এখন দেখার। গল্পে কিছু পরিবর্তন হবে কি? উত্তর দেবে সময়।