ছেলে-বৌমার হানিমুনে সঙ্গী শাশুড়ি! ফের বিতর্কের মুখে ‘চিরসখা’

শুরু থেকেই কার্যত বিতর্কের মুখে স্টার জলসার নতুন সিরিয়াল চিরসখা। একজন অল্প বয়সী বিধবা কমলিনী, যার জীবনের অন্যতম বড় সঙ্গী তার স্বামীর বন্ধু স্বতন্ত্র। স্বামীর মৃত্যুর পর স্বতন্ত্রই কমলিনী এবং তার ছেলে-মেয়েদের আগলে রেখেছেন। কিন্তু কমলিনী এবং স্বতন্ত্রের এই সম্পর্কের কোনও নাম নেই। তবে এবার এক নতুন বিষয়কে কেন্দ্র করে চিরসখাকে নিয়ে উঠছে প্রশ্ন। এবারের বিতর্কের বিষয়, ছেলে ও বৌমার মধুচন্দ্রিমায় শাশুড়িসহ গোটা পরিবারের বেড়াতে যাওয়ার ইচ্ছে প্রকাশ।

মধুচন্দ্রিমা নিয়ে নতুন বিতর্কের মুখে চিরসখা

বর্তমানে এই সিরিয়ালের গল্পে কমলিনীর বড় ছেলের বিয়ে দেখানো হচ্ছে। বিয়ের মধ্যেই দেখানো হয় কমলিনীর ছোট ছেলে এবং মেয়ে প্রশ্ন করে দাদা-বৌদি একাই মধুচন্দ্রিমায় যাবে নাকি গোটা পরিবার সঙ্গে যাবে? এই প্রসঙ্গে বাড়ির সকলেই একমত হয় যে সকলে মিলে বেড়াতে যাওয়া হবে। এই প্রসঙ্গে প্রশ্ন উঠছে বিয়ের পর কেন নব দম্পতি একা বেড়াতে যেতে পারবেন না? কেন হানিমুনে গোটা পরিবার নিয়ে যেতে হবে? সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। যার উত্তর দিলেন গল্প লেখিকা লীনা গাঙ্গুলী।

Chirosakha

চিরসখা বিতর্ক নিয়ে মুখ খুললেন লীনা গাঙ্গুলী

লীনা সম্প্রতি আনন্দবাজারকে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, , “মধুচন্দ্রিমায় পরিবার নিয়ে যাওয়া যায় না, এটা আমি মনেই করি না। এক সময় স্বামী-স্ত্রী পরস্পরকে চিনতেন না। সম্বন্ধ করে বিয়ে হত। তখন তাদের খানিকটা সময় একান্তে কাটানোর প্রয়োজন হতেও পারত, একে অপরকে চিনে নেওয়ার জন্য। এখন সকলেই একসঙ্গে সময় কাটিয়ে বিয়ের কথা ভাবেন। ফলে সে রকম যৌথ পরিবারে বিয়ের পর ভ্রমণের ক্ষেত্রে সকলকে নিয়ে যাওয়াই তো ভাল!”

আরও পড়ুন : রাতারাতি জি বাংলার সিরিয়াল ছেড়ে দিলেন নায়ক! ধারাবাহিক বন্ধের জল্পনা তুঙ্গে

Chirosakha

আরও পড়ুন : কবে কোন স্লটে আসছে ডান্স বাংলা ডান্স? থাকবে একাধিক চমক

কী বললেন লাভলি মৈত্র?

কমলিনীর ছোট ছেলের প্রেমিকা মিতিল ওরফে লাভলি মৈত্র এই প্রসঙ্গে বলেছেন, “চিত্রনাট্য অনুযায়ী কমলিনীর পরিবার এমনই। তারা সবাই বেঁধে বেঁধে থাকতে চায়। এ ধারাবাহিক শুরুই হয়েছিল পারিবারিক পুরী ভ্রমণের দৃশ্য দিয়ে। সেখানে ছেলের অবিবাহিত বান্ধবীকেও নিয়ে গিয়েছিল কমলিনী-স্বতন্ত্র, শুধু ভালবাসার খাতিরে। তাই পরিবারের ছোটদের প্রত্যাশা, বড়দার বিয়ের পরও এমন একটা জমজমাট ভ্রমণ হবে।”