একইসঙ্গে বন্ধের মুখে জি বাংলার দু-দুটি ধারাবাহিক। দর্শকদের জন্য এলো বড়সড় দুঃসংবাদ। অবশ্য একঘেয়ে গল্পের সম্প্রচারে বহুদিন থেকেই এই দুই সিরিয়ালের প্রতি বেশ বিরক্ত দর্শকরা। তাইতো দিনে দিনে কমছে টিআরপিও। চ্যানেলও তাই এবার একইসঙ্গে নিম ফুলের মধু ও মিঠিঝোরা সিরিয়াল দুটিকে বন্ধ করতে চাইছে। এই দুটি সিরিয়ালের গল্প এখন অন্তিম সম্প্রচারের দিকে এগোচ্ছে।
বিগত বেশ কিছুদিন ধরেই এই দুটি সিরিয়ালের টিআরপি খুবই কম। স্লট বদলের পর নিম ফুলের মধুর টিআরপি একেবারেই কমেছে। অন্যদিকে মিঠিঝোরার ৪৫ মিনিটের সম্প্রচারের পরেও টিআরপি উঠছে না। দর্শকরাও চাইছেন গল্প জোর করে টেনে না নিয়ে গিয়ে বরং এবার শেষ করা হোক। ধারাবাহিক দুটির টিআরপি যে হারে প্রতিনিয়ত কমছে তাতে আর কিছুদিনের মধ্যেই এই দুই সিরিয়াল বন্ধ হবে।
অন্যদিকে দর্শকরাও দাবি করছেন দুটি সিরিয়ালই গল্পের খেই হারিয়ে ফেলছে। জোর করে গল্প এগিয়ে নিয়ে যাওয়ার থেকে এখনই বন্ধ হওয়া দর্শকদের এই দাবিকে মেনে নিয়েই নাকি একসঙ্গে এই দুটি সিরিয়ালের সম্প্রচার বন্ধের কথা ভাবছে চ্যানেল। আর তাছাড়া চ্যানেলের হাতে এখন আছে বেশ কিছু নতুন সিরিয়াল। যেগুলিকে স্লট দিতে হবে। তাই খুব তাড়াতাড়িই এই দুটি সিরিয়াল বন্ধ হতে পারে।
আরও পড়ুন : আসছে স্টার জলসার নতুন সিরিয়াল চিরসখা! রইল প্রোমো
আরও পড়ুন : দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন শীঘ্রই! এনগেজমেন্ট সেরে নিলেন ‘রোশনাই’ তিয়াসা
দর্শকরা চাইছেন নিম ফুলের মধুতে ইশার মুখোশ খুলে গল্প শেষ করা হোক। আর মিঠিঝোরাও একঘেয়ে হয়ে যাচ্ছে। যদিও দর্শকদের দাবি মেনে চ্যানেল এখনই সিরিয়াল বন্ধের পথে এগোবে কিনা সেটা নিশ্চিত নয়। আপনিও কি চান নিম ফুলের মধু এবং মিঠিঝোরা বন্ধ হোক? কমেন্টে লিখে জানান আপনার মতামত।