জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালের বিরুদ্ধে আবার সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হলেন নেট নাগরিকরা। না, গল্প নিয়ে কোনও আপত্তি তাদের নেই। তবে আপত্তি রয়েছে কাস্টিংয়ে। জগদ্ধাত্রী সিরিয়ালের এক অভিনেতাকে মোটেই মেনে নিতে পারছেন না দর্শকরা। অবিলম্বে ওই অভিনেতাকে সরানোর দাবিতে সোচ্চার হয়েছেন তারা সোশ্যাল মিডিয়ায়। তিনি আর কেউ নন, সায়ন্ত মোদক। যিনি এই সিরিয়ালে কাঁকনের স্বামী সংকল্পের ভূমিকাতে অভিনয় করছেন।
দর্শকদের কি দাবী?
আসলে জগদ্ধাত্রীখ্যাত এই অভিনেতার ব্যক্তিগত জীবন বিতর্কে ভরা। পর্দায় তাকে যতই ভালো মানুষ দেখানো হোক না কেন, বাস্তবে তার ইমেজ খুবই খারাপ। বিশেষ করে তার প্রাক্তন প্রেমিকা দেবচন্দ্রিমা সিংহ রায়, কিরণ মজুমদারদের বিস্ফোরক অভিযোগের পর তাকে ছিঃ ছিঃ চিঠি শুরু হয়েছে নেট মাধ্যমে। তিনি নাকি তার প্রাক্তন প্রেমিকাদের শারীরিক এবং মানসিকভাবে নিগ্রহ করতেন। আর এই অভিযোগ প্রকাশ্যে আসার পর সায়ন্তের প্রতি বিদ্বেষ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
কেন Sayanta Modak-কে আর সহ্য হচ্ছে না?
দর্শকরা দাবি তুলছেন সায়ন্তর মত অভিনেতা জগদ্ধাত্রী সিরিয়ালে থাকতে পারেন না। যার বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ রয়েছে, তাকে কেনই বা সিরিয়ালে রেখেছে নির্মাতারা? উঠছে এই প্রশ্ন। মাঝে অবশ্য এই বিতর্কের কারণে কিছুদিন সায়ন্তকে সিরিয়ালে দেখানো হয়নি। কিন্তু এখন আবার কাঁকনের বিয়ে উপলক্ষে তাকেই ফিরিয়ে আনা হয়েছে বরের আসনে। এদিকে সায়ন্তর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ, হ্যাশট্যাগ, পোস্ট চলছে, দেদার।
আরও পড়ুন : সায়ন্ত মোদকের বিতর্কে বিস্ফোরক প্রত্যুষাও! ফাঁস করলেন সম্পর্কের গোপন কথা
আরও পড়ুন : বাংলার পর হিন্দিতেও সফল, এই ৯ বাঙালি তারকা আজ মুম্বই কাঁপাচ্ছেন
কে কী বলছেন?
দর্শকদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে কেউ লিখলেন, “ব্যক্তিগত জীবন যত গন্ধযুক্ত, পর্দায় তত ফুলের এন্ট্রি।” কেউ লিখছেন, “অভিনেতা নাকি বিতর্কিত। ফিক্স কর একটা বিয়ে। তাতেই সব মাফ।” আবার কেউ লিখছেন, “একজন অভিযুক্তকে যতই গাঁটছড়া পরাও বিশ্বাসের গিঁট কিন্তু আর বাঁধা যাচ্ছে না।” দর্শকদের এই প্রতিবাদে জগদ্ধাত্রীকে নিয়েও নেগেটিভিটি ছড়াচ্ছে। বর্তমানে এই সিরিয়ালের টিআরপি বেশ ভালো। তবে সায়ন্তর বিতর্কের কারণে সিরিয়ালের জনপ্রিয়তায় বেশ প্রভাব পড়ছে।