নোংরামির চূড়ান্ত! কথা-অগ্নির অতি ঘনিষ্ঠতা দেখে ছিঃ ছিঃ করছেন দর্শকরা

স্টার জলসার কথা সিরিয়ালটি বেশ জনপ্রিয় একটি সিরিয়াল। সিরিয়ালটির টিআরপিও বেশ ভালো। রোমান্স, পরিবার এবং সম্পর্কে টানাপোড়েন নিয়ে এই গল্প দর্শকরা চুটিয়ে উপভোগ করেন। তবে ক্রমশ এই সিরিয়ালের কিছু দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে চরম সমালোচনার ঝড় উঠলো। কথা এবং অগ্নির রোমান্স ক্রমশ শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সাম্প্রতিক একটি এপিসোডে অগ্নি এবং কথার ঘনিষ্ঠতাকে নির্লজ্জতা বলছেন দর্শকরা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে কথা সিরিয়ালের কিছু দৃশ্য ছড়িয়ে পড়েছে। তাতে কথা এবং অগ্নিকে রোমান্সে মাততে দেখা যাচ্ছে। এই দৃশ্যগুলো দেখে অস্বস্তিতে পড়েছেন দর্শকরা। আসলে সন্ধ্যার সময় অনেকেই গোটা পরিবার নিয়ে সিরিয়াল দেখতে বসেন। পরিবারের সামনে এমন দৃশ্য দেখতে এখনও অভ্যস্ত নন ভারতীয়রা। তাই সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ জানাচ্ছেন তারা। কেউ কেউ বলছেন সিরিয়ালের নামে পর্ণোগ্রাফি দেখানো হচ্ছে এখন এই সিরিয়ালে।

Kothha

অগ্নি এবং কথা রোমান্সের ‌ দৃশ্যগুলো দেখে কেউ বলছেন, “এটা সিরিয়াল নাকি পর্নোগ্রাফির ধারে কাছের কিছু?” কেউ লিখছেন, “গল্পের মধ্যে কোন গভীরতা নেই, শুধু অশালীনতা বাড়ছে।” কথার সাম্প্রতিক হোলি স্পেশাল পর্বকে কেন্দ্র করেই কথা এবং অগ্নির স্পেশাল মোমেন্টস দেখানো হচ্ছিল। আর তা দেখাতে গিয়েই দর্শকদের উল্টে আরও বেশি ক্ষুব্ধ করে তুললেন নির্মাতারা। কেউ কেউ চ্যানেলের বিরুদ্ধে বলছেন স্টার জলসা ভদ্রলোকের সংস্কৃতি নষ্ট করার নতুন মিশন নিয়েছে।

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের নায়িকারা বরকে ‘বাবু’ ডাকে কেন? উত্তর দিলেন অভিনেতারা

Kothha

আরও পড়ুন : পরকীয়া ছাড়া কোনও গল্পই লিখতে পারেন না! লীনা গাঙ্গুলীকে নিয়ে শুরু ঘোর সমালোচনা

কিছুদিন আগেই স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা একগুচ্ছ অ্যাওয়ার্ড পেয়েছিল। বাইশটি পুরস্কার একাই পেয়েছিল এই সিরিয়াল। কেউ কেউ প্রশ্ন তুলছেন স্টার জলসার আগে অনেক ভালো ভালো সিরিয়াল ছিল যেগুলো সত্যিই অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য ছিল। কথা কেন এত অ্যাওয়ার্ড পেল সেই প্রশ্নও উঠছে। কেউ কেউ বলছেন অশালীনতার জন্যই অ্যাওয়ার্ড পেল কথা। কথা আর একেবারেই পরিবার নিয়ে বসে দেখার মত সিরিয়াল রইল না, আক্ষেপ করে বলছেন কেউ কেউ।