জি বাংলার সিরিয়াল থেকে হুবহু গল্প চুরি! স্টার জলসার সিরিয়ালের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ

স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলার (Zee Bangla) মধ্যে টিআরপি নিয়ে রেষারেষি তো লেগেই আছে। একের পর এক পুরনো সিরিয়ালের জায়গাতে নতুন সিরিয়াল এনে দর্শক ধরে রাখার প্রচেষ্টায় ত্রুটি রাখছে না এই দুটি চ্যানেল। দর্শকদের মনোরঞ্জনের জন্য নিত্যনতুন গল্প আনা হচ্ছে। পুরনো সিরিয়ালগুলোর গল্পতেও আসছে মহা টুইস্ট। তবে এবার স্টার জলসার একটি সিরিয়ালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন জি বাংলার দর্শকরা।

এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল হল সাহেবের চিঠি (Saheber Chithi)। প্রতিক সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায়ের জুটিতে এই সিরিয়ালটি টিআরপি তালিকাতে তেমন ভাল ফলাফল করতে না পারলেও দর্শকদের একাংশের কাছে বেশ পছন্দের সিরিয়াল। সাহেবের চিঠির বিপরীতে জি বাংলাতে সম্প্রচারিত হচ্ছে খেলনা বাড়ি। অভিযোগ, সাহেবের চিঠি নাকি খেলনা বাড়ির (Khelna Bari) গল্প চুরি করেছে।

হঠাৎ কেন এই অভিযোগ তুলছেন দর্শকরা? যারা খেলনা বাড়ির নিয়মিত দর্শক তারা জানেন কিছুদিন আগেই গল্পে একটা বেশ টানটান মোড় এসেছিল। সেখানে দেখানো হয়েছিল গল্পের নায়ক ইন্দ্রর ভাই রণ নায়িকা মিতুলকে অপহরণ করে নিয়ে গিয়ে পতিতালয়ে বিক্রি করে দেয়। ধারাবাহিকের এই এপিসোডগুলো থেকে দারুণ টিআরপি উঠেছিল। যার ফলে টিআরপি তালিকা তো অনেকটাই এগিয়ে গিয়েছিল খেলনা বাড়ি।

বর্তমানে সাহেবের চিঠিতেও একই রকমের গল্প দেখানো হচ্ছে। ধারাবাহিকের সাম্প্রতিকতম এপিসোডে দেখানো হয়েছে চিঠিকে অপহরণ করে পতিতালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। ধারাবাহিকের নতুন প্রোমো দেখেই বেজায় চটে গিয়েছেন দর্শকদের একাংশ। তাদের দাবি স্টার জলসা সরাসরি জি বাংলার সিরিয়াল থেকে গল্প টুকে দিল।

খেলনা বাড়িতে শেষ অবধি নায়ক ইন্দ্র মিতুলকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। সাহেবের চিঠিতেও তেমনই কিছু হতে চলেছে বলে মনে করছেন দর্শকরা। তবে দর্শকদের দাবি, সাহেবের চিঠি যে এই প্রথম খেলনা বাড়িকে নকল করেছে তেমনটা নয়। এর আগেও নাকি বহু ক্ষেত্রে সাহেবের চিঠির গল্পে খেলনা বাড়ির মিল পাওয়া গিয়েছে। এই এখন তোলপাড় হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া।

উল্লেখ্য, মাঝেমধ্যেই বিভিন্ন সিরিয়ালের বিরুদ্ধে এমন অন্য সিরিয়ালের গল্প চুরি করার অভিযোগ তোলেন দর্শকরা। বিশেষত পুরনো দিনের সিরিয়ালের গল্পের সঙ্গে এখনকার বহু সিরিয়ালের গল্পের নাকি মিল পাওয়া যায়। তবে একই সময়ে সম্প্রচারিত দুটি আলাদা চ্যানেলের সিরিয়ালের গল্পের মধ্যে মিল পাওয়া যেতেই রে রে করে উঠেছেন দর্শকরা।