স্টার জলসাতে (Star Jalsha) সবেমাত্র শুরু হয়েছে নতুন একটি সিরিয়াল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Komola O Sriman Prithviraj)। এই নতুন সিরিয়ালের (Bengali Mega Serial) নায়ক-নায়িকা তেমন কোনও জনপ্রিয় তারকা নন। বরং কিশোর বয়সী দুটি ছেলেমেয়েই এই গল্পের নায়ক এবং নায়িকা। সিরিয়ালের গল্পটাও বেশ অন্যরকম। দস্যিপনা এবং ভালবাসার এই নতুন ধরনের গল্প দর্শকদের দেখতে বেশ ভালই লাগছে।
দর্শকদের মতে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিক যেন এক লহমায় তাদের এই যুগে দাঁড়িয়েও স্বর্ণযুগে ফিরিয়ে নিয়ে গিয়েছে। কুটকাচালি, পরকীয়া নেই, বরং দুষ্টু-মিষ্টি খুনসুটির গল্প নিয়ে কমলা ও মানিকের ভালবাসার গল্প নজর কাড়ছে দর্শকদের। ব্রিটিশ আমলের প্রেক্ষাপটে এই সিরিয়ালটির গল্প লেখা হয়েছে। সেটাও আলাদাভাবে নজরে পড়ছে।
কমলা শান্তশিষ্ট, পড়াশোনায় মনোযোগী, মেধাবী এবং ভীষণ বুদ্ধিমতী মেয়ে। অন্যদিকে মানিক হল দস্যি ছেলে। পড়াশোনাতে মন নেই তার, নিজেকে পৃথ্বীরাজ ভেবে সারাদিন সে তার বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ায় আর দুষ্টুমি করে। এরকম এক দুষ্টু ছেলেকে শায়েস্তা করতে তার বাড়ির লোক কমলার সঙ্গে বিয়ে ঠিক করে। কিন্তু বিয়েতে বেজায় আপত্তি রয়েছে তার। বিয়ে ভাঙতে একের পর এক দুষ্টু বুদ্ধি বার করতে থাকে সে।
এই নতুন ধারাবাহিকের নায়ক-নায়িকা হলেন সুকৃত সাহা এবং অয়ন্যা চ্যাটার্জী। ধারাবাহিকে এখন মানিক এবং কমলার বিয়ের তোড়জোড় চলছে। চোখের সামনে বাবাকে মায়ের হাতে ঠ্যাঙ্গানি খেতে দেখে সে ভয়ে বিয়ে করতে চায় না। বিয়ে ভাঙার জন্য কখনও মিথ্যে বসন্ত রোগ সাজিয়ে অসুস্থ হয়ে পড়ে থাকার নাটক করে, আবার কখনও বিয়ের তত্ত্বে নিজেরই হবু শ্বশুরবাড়িতে দইয়ের বদলে চুনগোলা পাঠায়।
দস্যি মানিকের এমন কাণ্ডকারখানা দেখে হেসে গড়াগড়ি খাচ্ছেন দর্শকরা। তবে মানিকের সমস্ত দুষ্টু কাণ্ডকারখানা বুদ্ধি করে সামলায় কমলা। অর্থাৎ বিয়ের আগে থেকেই কমলা মানিককে মাত দিতে শুরু করেছে। এরকম একটি সুন্দর গল্প দেখে দর্শকরা প্রশংসা করছেন এই সিরিয়ালের। বর্তমান যুগে টিভির পর্দায় এমন সিরিয়াল খুবই বিরল বলে মনে করছেন তারা।
যদিও দু সপ্তাহ কেটে গেলেও ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ টিআরপি তালিকাতে দাগ কাটতে পারেনি। কিন্তু আগেকার দিনের বাংলার পারিবারিক ছবি কতটা মধুর ছিল তা হুবহু ফুটে উঠেছে এই সিরিয়ালে। দর্শকরা বলছেন এই সিরিয়াল দেখতে বসলে মনে হয় যেন কয়েক যুগ আগে পৌঁছে গিয়েছেন তারা। আধঘন্টাতে মন ভরে না তাদের, সিরিয়ালটি এক ঘণ্টার হলে ভাল হত বলে দাবি করছেন তারা। গুণমানের বিচারে স্টার জলসার সেরা ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’, লিখছেন দর্শকরা।
View this post on Instagram