স্কুল নিয়ে ছেলে খেলা, ছোটদের কুশিক্ষা দিচ্ছে বাংলা মিডিয়াম, শুরুতেই বিতর্কের মুখে নীল-তিয়াসার নতুন সিরিয়াল

মাত্র এক সপ্তাহ আগে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক বাংলা মিডিয়াম (Bangla Medium)। স্টার জলসার এই নতুন ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ প্রায় এক বছর পর বাংলা সিরিয়ালে ফিরলেন নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচা। ‘কৃষ্ণকলি’ খ্যাত এই জুটি কিন্তু প্রথম সপ্তাহেই টিআরপি তালিকাতে বাজিমাত করে ফেলেছে। তবে শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ধারাবাহিকের বিষয়বস্তু নিয়ে মিলছে দর্শকদের বিরূপ প্রতিক্রিয়া।

এই ধারাবাহিকের বিষয়বস্তু, বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের প্রকাশ্য সংঘাত। বাংলা মিডিয়ামে পড়া মেয়েরাও যে ইংরেজি মিডিয়াম স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা হতে পারে, সেই চ্যালেঞ্জে ধারাবাহিকের নায়িকা ইন্দিরা কীভাবে জিতে যায়, শুরু থেকেই তার উপর ভিত্তি করে এগোচ্ছে গল্প। গ্রামের বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করে ইন্দিরা অনেক বাধা পেরিয়ে শেষমেষ কলকাতার নামী ইংরেজি মিডিয়াম স্কুলের চাকরিটা পেয়েই যায়।

ইন্দিরা স্কুলে প্রবেশের পর থেকেই সেখানে ঘটছে নানা ঘটনা। ইন্দিরা স্কুলে পা রাখতে প্রথম দিনই কেমিস্ট্রি ল্যাবে আগুন লেগে যায়। ইন্দিরা আবার অ্যাসিডের মধ্যে ডিটারজেন্ট মিশিয়ে সেই আগুন নিভিয়ে ফেলে। এই দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়াতে তুমুল সমালোচনা হয়েছিল। সেই সঙ্গে নায়কের লুক নিয়েও কটাক্ষ করেছেন দর্শকরা। ইংরেজি মিডিয়াম স্কুলের শিক্ষকের চুলের স্পাইক মোটেই মেনে নিতে পারছেন না দর্শকদের একাংশ।

তবে হালফিলে এই সিরিয়ালের একটি এপিসোড দেখে আরও বেশি সমালোচনার ঝড় উঠেছে। ধারাবাহিকের ওই পর্বে দেখানো হয় স্কুলের এক ছাত্র অন্য এক ছাত্রের দিকে বন্দুক তাক করে রয়েছে। সেই ছাত্রকে উচিত শিক্ষা দিতে গিয়ে ইন্দিরা ম্যাডাম ছড়া বলতে বলতে এগিয়ে গিয়ে তার গালে চড় কষিয়ে দেয়। এদিকে শহরের নামী স্কুলের ছাত্রের হাতে বন্দুকের দৃশ্য দেখেও নানা প্রশ্ন তুলছেন দর্শক।

স্কুলের একজন ছাত্রের হাতে বন্দুক আসে কোথা থেকে? স্কুলের প্রাঙ্গণে ‌ছাত্র কিংবা শিক্ষকের এমন আচরণ কাম্য কি? সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন উঠছে, “কোন স্কুলে স্টুডেন্টরা রিভলবার নিয়ে যায়? পরিচালক এবং পুরো ইউনিট একটু বলুন দেখি। ধারাবাহিকের নামে এইসব কুশিক্ষা দিচ্ছেন আপনারা”। অন্যজন লিখছেন, স্কুল ছাত্ররা বন্দুক চালাচ্ছে সেটা শিক্ষকেরা সাপোর্ট করছে। তাও অন্য একজন শিক্ষককে শায়েস্তা করার জন্য! বিষয়টা মেনে নেওয়া যাচ্ছে না।

BANGLA MEDIUM

ওই পর্বে দেখানো হয় ছাত্র রিভলবার নিয়ে হাতেনাতে ধরা পড়লেও তার শাস্তির ব্যবস্থা করার বদলে বরং সকলে ইন্দিরাকেই দোষী সাব্যস্ত করতে উঠে পড়ে লাগে। এমনকি তার চাকরি কেড়ে নেওয়ার হুমকিও দেওয়া হয়। সিরিয়ালের নামে স্কুল নিয়ে এমন ছেলে খেলার দৃশ্য না দেখালেও চলত, সোশ্যাল মিডিয়াতে এমনটাই লিখছেন দর্শকদের একাংশ।