বিয়ের পিঁড়িতে বসলেন আরমান মালিক (Armaan Malik)। নতুন বছরের শুরুতেই চুপিসারে মনের মানুষের গলায় মালা দিলেন এই জনপ্রিয় গায়ক। কাকে বিয়ে করলেন আরমান? গায়কের স্ত্রীর রূপ দেখলে ঘুরে যাবে মাথা। আরমানের স্ত্রীও কিন্তু শোবিজ দুনিয়ার মানুষ।
২রা জানুয়ারি বৃহস্পতিবার শুধু পরিবার এবং কাছের বন্ধুদের নিয়ে প্রেমিকা আশনা শ্রফের (Aashna Shroff) সঙ্গে গাঁটছড়া বাঁধলেন আরমান। বিয়ের মন্ডপে কমলা রঙের লেহেঙ্গা পরে হাজির হন আশনা। তার সঙ্গে মিল রেখে আরমান পরেছিলেন প্যাস্টেল অরেঞ্জ রংয়ের শেরওয়ানি স্যুট। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আরমান লেখেন, “আজ থেকে তুমিই আমার ঘর।”
আরমানের স্ত্রী আশনা পেশায় একজন ফ্যাশন এবং বিউটি ভ্লগার। সেই সঙ্গে তিনি একজন ইউটিউবার। কসমোপলিটন লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সের অফ দা ইয়ার ২০২৩ নির্বাচিত হয়েছিলেন তিনি। রূপে কোনও বলিউড নায়িকার থেকে কম নন আশনা।
আরও পড়ুন : ভারতের নতুন ন্যাশনাল ক্রাশ! বেবি জন সিনেমার এই অভিনেত্রী আসলে কে?
আরও পড়ুন : চুপিসারে বিয়ে করলেন অনুরাগের ছোঁয়ার মিশকা! রইল পাত্রের পরিচয়
২০২৩ সালেই আশনা এবং আরমানের বাগদান হয়েছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন গায়ক। তখনই তার হবু স্ত্রীকে নিয়ে চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়াতে। আরমান এবং আশনার বিয়ের খবর পেয়ে খুবই খুশি তাদের ভক্তরা।