মালাইকার (Malaika Arora) সঙ্গে ভেঙেছে প্রেম, মন ভালো নেই গত এক বছর ধরে। এবার শারীরিকভাবেও মারাত্মক রোগে আক্রান্ত হলেন অর্জুন কাপুর (Arjun Kapoor)। মালাইকা চলে গিয়ে জীবনে অশান্তি তো ছিলই। মানসিকভাবেও ভেঙে পড়েছেন অর্জুন কাপুর। আর এবার শারীরিকভাবেও কঠিন রোগে আক্রান্ত হলেন ‘সিংঘম এগেইন’ অভিনেতা। ‘সিংঘম এগেইন’ এর দাপুটে খলনায়কের শরীরে বাসা বেঁধেছে ‘হাসিমটো’ রোগ। জানেন কী এই রোগ?
সদ্য মালাইকা অরোরার সঙ্গে ৬ বছরের প্রেম ভেঙেছে অর্জুন কাপুরের। দীর্ঘদিন ধরে লিভ ইন করছিলেন তারা। তাদের বলিউডের পাওয়ার কাপল বলা হত। ভক্তরা ভাবতেন তারা বুঝি বিয়ে করবেন। কিন্তু হঠাৎ করেই ঘটে গেল ছন্দপতন। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল অর্জুন এবং মালাইকা নাকি একসঙ্গে থাকছেন না। পরে সেই জল্পনাতে সীলমোহরও পড়ে গেল। এখন আবার শোনা যাচ্ছে অর্জুন নাকি ‘হাসিমটো’ রোগে আক্রান্ত হয়েছেন।
বিগত বেশ কয়েক বছর ধরেই এই রোগে ভুগছেন অভিনেতা। এই রোগ তিনি আসলে পেয়েছেন তার মায়ের থেকে। ৩০ বছর বয়সে অর্জুন প্রথম এই রোগের শিকার হন। হাসি মোটো আসলে এমন একটি রোগ যাতে মানুষের ওজন খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এতে আসলে থাইরয়েড গ্ল্যান্ড নষ্ট হয়ে যায়। যার ফলে অনিয়ন্ত্রিতভাবে ওজনের বৃদ্ধি হতে থাকে। শরীরের পাশাপাশি মানসিকভাবেও আক্রান্তকে ভেঙে দেয় এই রোগ।
‘হাসিমটো’ রোগে আক্রান্তরা একাকীত্ব এবং অবসাদে ভুগতে শুরু করেন। আর এমনিতেও অর্জুনের জীবনে এখন একাকীত্ব চলছে। বর্তমানে তিনি মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছেন। আসলে মানসিক অবসাদ ছোট থেকেই রয়েছে অর্জুন কাপুরের। তার বাবা বনি কাপুর তাদের ছেড়ে শ্রীদেবীকে বিয়ে করে নতুন সংসার করার পর থেকেই অর্জুনের মনে অবসাদ ভর করে। ছোটবেলা থেকেই ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছিলেন তিনি। যে কারণে তাকে বারবার থেরাপিও নিতে হত।
আরও পড়ুন : বনি-শ্রীদেবীর পরকীয়ায় নষ্ট শৈশব! শ্রীদেবীকে আজও ক্ষমা করতে পারেননি অনশুলা কাপুর
আরও পড়ুন : কে হবেন বলিউডের ‘শক্তিমান’? নাম শুনলে চমকে যাবেন
এরপর অর্জুনের জীবনে নতুন করে অবসাদ দেখা দেয় তখন যখন তার একের পর এক সিনেমা ফ্লপ করতে শুরু করে। কর্ম জীবন নিয়ে চরম দুশ্চিন্তা তাকে আবারও শারীরিক এবং মানসিকভাবে দুর্বল করে দেয়। কিন্তু ‘সিংঘম এগেইন’ সিনেমাটি তাকে আবার নতুন করে শক্তি দিয়েছে ঘুরে দাঁড়ানোর। প্রেম ভেঙেছে। শরীর ও মন কিছুই ভালো নেই। তবুও ‘সিংঘম এগেইন’ এর সাফল্য দেখে তিনি আবার নতুনভাবে কাজে ফেরার উদ্যম পাচ্ছেন।