নিম ফুলের পর নতুন সিরিয়াল! এবার কোথায় দেখা যাবে অরিজিতাকে?

মিঠাই থেকে নিম ফুলের মধু, তারপর তেঁতুল পাতা, ইতিমধ্যেই একের পর এক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে ফেলেছেন অরিজিতা মুখার্জী। তার অভিনীত প্রত্যেকটি চরিত্র দর্শকদের মনে দাগ কাটে। বিশেষ করে নিম ফুলের মধুর বাবুর মা ওরফে কৃষ্ণা থেকে তেঁতুল পাতার পূবালী পুরকায়স্থ, চরিত্র ছোট হোক কিংবা বড়, অরিজিতা এখন দর্শকদের খুবই পছন্দের একজন অভিনেত্রী। এবার দর্শকদের দাবিতে আবার নতুন সিরিয়ালে ফিরলেন অভিনেত্রী। এবার কোথায় দেখা যাবে তাকে?

স্টার জলসার এই সিরিয়ালে পা রাখবেন অরিজিতা মুখার্জী

নিম ফুলের মধুতে সৃজনের মায়ের চরিত্রে অরিজিতার অভিনয় তাকে রাতারাতি বিখ্যাত করে তুলেছিল। এবার স্টার জলসার সিরিয়ালেও তিনি সেই মায়ের ভূমিকাতেই ফিরছেন। এবার তাকে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে রুডির মায়ের ভূমিকায় দেখা যাবে। তার চরিত্রটির নাম এখানে কুন্তলা কুমার। তিনি এখানে সোনার শাশুড়ির ভূমিকাতে অভিনয় করবেন।

Arijita Mukhopadhyay

কেমন হবে অনুরাগের ছোঁয়ার কুন্তলা কুমারের চরিত্রটি?

অনুরাগের ছোঁয়া সিরিয়ালটি বর্তমানে টিভির সবথেকে পুরনো সিরিয়াল। তবে এর জমজমাট গল্পের কারণে দর্শকরা এখনও আগ্রহ নিয়ে এই সিরিয়ালটি দেখেন। সিরিয়ালের নিত্য নতুন চমক টিআরপি ধরে রাখতে সহায়ক হয়েছে। কুন্তলা কুমারের ভূমিকায় অরিজিতার প্রবেশ নিঃসন্দেহে গল্পকে নতুন মাত্রা দেবে। অভিনেত্রী নিজেও খুব আশাবাদী এই চরিত্রটিকে নিয়ে। তার কথায় কুন্তলার উপস্থিতি গল্পে অনেকখানি প্রভাব ফেলবে। দর্শকরা তার চরিত্রটিকে খুবই পছন্দ করবেন। বাবুর মায়ের মতো এই চরিত্রটিও ভবিষ্যতে দর্শকদের আলোচনার বিষয়বস্তু হতে পারে।

আরও পড়ুন : নোংরা ডায়লগে ভরপুর! লীনা গাঙ্গুলীর চিরসখা দেখে ছিঃ ছিঃ করছে দর্শকরা

আরও পড়ুন : স্টার জলসায় ফিরছেন শোলাঙ্কি রায়! দেখা যাবে এই ধারাবাহিকে

এই কাহিনীতে রুডির চরিত্রটি ভিলেনের চরিত্র। সে মুখে সোনাকে ভালোবাসার কথা বললেও আসলে সূর্য এবং দীপার ক্ষতি করতে চায়। ইতিমধ্যেই সূর্যকে মেরে ফেলার চেষ্টাও করেছিল রুডি। এবার ভিলেনের মায়ের ভূমিকায় অরিজিতার গুরুত্ব এই ধারাবাহিকে কী হতে চলেছে দর্শকদের মনে এই প্রশ্ন বেশ কৌতুহল জাগাচ্ছে।