সমবয়সী হয়েও রুবেলের মায়ের চরিত্রে অভিনয়, মুখ খুললেন ‘নিম ফুলের মধু’র ‘কৃষ্ণা’ অরিজিতা

Riya Chatterjee

Published on:

একের পর এক বাংলা সিরিয়ালে অভিনয় করার সুবাদে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন অরিজিতা মুখার্জী। স্টার জলসা এবং জি বাংলা (Zee Bangla) মিলিয়ে মিশিয়ে পার্শ্বচরিত্রে বারবার নজর কাড়ছেন অরিজিতা। ‘আয় তবে সহচরী’তে বরফির দজ্জাল মামি থেকে ‘নিম ফুলের মধু’তে (Neem Phuler Modhu) পর্ণার জাঁদরেল শাশুড়ি মা, সব চরিত্রই সমান দাপটের সঙ্গে সামলাচ্ছেন তিনি।

বর্তমানে ‘নিম ফুলের মধু’তে কৃষ্ণা চরিত্রটির জন্য দর্শকদের মনে বেশ দাগ কাটতে শুরু করেছেন অরিজিতা। সিরিয়ালে অনস্ক্রিন তিনি পল্লবী শর্মার শাশুড়ি মায়ের ভূমিকায় অভিনয় করছেন। রুবেল দাসের মায়ের চরিত্রে অভিনয় করতে হচ্ছে তাকে। তবে জানলে হয়তো অবাক হবেন বাস্তবে কিন্তু রুবেল এবং অরিজিতা সমবয়সী। সমবয়সী একটি ছেলের মায়ের ভূমিকায় অভিনয় করছেন, অরিজিতার মনে এই নিয়ে আক্ষেপ রয়েছে কি কোনও?

সম্প্রতি ইউটিউবে একটি সংবাদ সংস্থার কাছে এই বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী নিজেই। পর্ণার শাশুড়ি মা সাফ সাফ জানিয়ে দিয়েছেন এই বিষয় নিয়ে আক্ষেপ করার চেয়ে তিনি মন দিয়েছেন অভিনয়ের দিকে। অরিজিতার কথায়, “দুঃখ করলে তো দুঃখেরই শেষ থাকবে না। বরং আমি এটা দেখার চেষ্টা করি, আমার বয়সী কটা মানুষ এরকম চ্যালেঞ্জ নিচ্ছে অথবা কজন অভিনেতার সাহস করে বলছেন আমি এই চরিত্রটা করব ‌”

অরিজিতা বলেছেন, “আমি আমার বয়সের চরিত্রও করছি, আবার আমার বয়সের থেকে বড় চরিত্র করছি। ফলে আমার আক্ষেপের কোনও জায়গা নেই। চরিত্রটা যদি ইন্টারেস্টিং হয় সেটাই আমার কাছে ইমপর্টেন্ট।” উল্লেখ্য নতুন এই ধারাবাহিকে কিন্তু পর্ণার শাশুড়ি মায়ের ভূমিকাতে বেশ নজর কাড়ছেন অরিজিতা। ‘বাবু’র মায়ের চরিত্রে তিনি যেভাবে নিজেকে মেলে ধরেছেন তাতে দর্শকরা তার বেশ প্রশংসা করছেন।

বিয়ের পর ছেলে যাতে হাতছাড়া না হয়ে যায় তার জন্য ছলে বলে কৌশলে পর্ণা আর সৃজনকে আলাদা রাখতে চান কৃষ্ণা। বাড়ির নতুন বউকে তিনি মোটেও সহ্য করতে পারেন না। তবে শাশুড়ি মায়ের সব চাল ধরা পড়ে যায় পর্ণার কাছে। সে তার বুদ্ধি দিয়ে সব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কৃষ্ণার ‘পলিটিক্স’ পর্ণা সহজেই ধরে ফেলে।

অভিনয়ের জন্য প্রশংসা পেলেও অরিজিতাকে তার ভারী চেহারার জন্য অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছে। এই বিষয়ে তিনি একবার মুখ খুলে বলেছিলেন, “যেন আমি একটা মাংসের তাল! আর কোনও অস্তিত্ব নেই! সেখান থেকে প্রমাণ করতে হয়েছে যে, অভিনয়টা পারি। ওটাই পারি, আর যত দিন যাবে আরও ভাল পারব। কিন্তু তার মানে এই নয় যে, চরিত্রের প্রয়োজনে আমি ওজন কমাব না! সেটা এক বারও বলিনি। এখনও দরকার হয়নি তাই নিজের চেহারাতেই ক্যামেরার সামনে আসি। ফিটনেস নিয়েও আমার কোনও সমস্যা হয়নি।”