মুক্তি পেল অরিজিতের বছরের শেষ গান! শুনে প্রশংসায় পঞ্চমুখ সবাই

মুক্তি পেল ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অরিজিতের এই গান, শুনে মুগ্ধ সবাই

অরিজিৎ সিং-এর (Arijit Singh) গানের গুণ মুগ্ধ ভক্ত নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ২০২৩ সালের শেষে আরো একবার ‘কাবুলিওয়ালা’ (Kabuliwala) সিনেমায় শোনা গেল অরিজিতের ম্যাজিক। মুক্তির পরেই সুপারহিট হল ‘ভাব যদি’ (Bhaabo Jodi) গানটি। গল্পকার, পরিচালক, সংগীত শিল্পী, অভিনেতা সবমিলিয়ে বছরের শেষে আবারো হলো বাঙালির জয়জয়কার।

বেশ কয়েক মাস ধরেই জল্পনা কল্পনা চলছিল সুমন ঘোষ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমাটি ঘিরে। ‘কাবুলিওয়ালা’ গল্পটিকে পর্দায় এর আগেও নিয়ে এসেছিলেন হিমেন গুপ্ত। রহমতের চরিত্রে ছবি বিশ্বাসের সেই অসামান্য অভিনয় আজও আমাদের মুগ্ধ করে। অনেকেই ভেবেছিলেন, কাবুলিওয়ালার সেই ম্যাজিক হয়তো সেইভাবে ফুটিয়ে তোলা যাবে না, নস্টালজিয়ায় ভুগবে না আপামর বাঙালি।

KABULIWALA

কিন্তু গত ২৯ শে ডিসেম্বর যখন সারা দেশ জুড়ে ‘কাবুলিওয়ালা’ মুক্তি পায়, তখন কোথাও যেন গল্প আর সিনেমা মিলেমিশে একাকার হয়ে যায়। রহমতের চরিত্রে জাস্ট ম্যাজিক এনে দিয়েছেন মিঠুন চক্রবর্তী। প্রশংসিত হয়েছে ছোট্ট অনুমেঘার অভিনয়ও। আরো একটি জিনিস মানুষের পছন্দের তালিকায় উঠে এসেছে, সেটি হলো এই সিনেমায় গাওয়া অরিজিতের একটি গান।

সিনেমার একেবারে শেষ গানে কন্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। ইন্দ্রদীপ দাশগুপ্তের কম্পোজিশনে গানের কথাটি লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য। ভাব যদি গানে গোটা সিনেমার গল্পটাই কি অসম্ভব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। মিঠুন চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার এবং অনুমেগা কাহালির সম্পর্কের সমীকরণই বলেছে এই গানটি।

VAAB JODI

আরও পড়ুন : গান পিছু কত টাকা নেন অরিজিত সিং? জানলে চমকে যাবেন

গল্পের কাহিনি অনুসারে, রহমত যখন দেশ থেকে ফিরে আসে তখন মিনি অনেক বড় হয়ে যায়। বিয়ে ঠিক হয়ে যায় সেই ছোট্ট মিনির। ছোট্ট মিনিকে আর না দেখতে পেয়ে যে কষ্ট পেয়েছিল রহমত, তা কি অপূর্ব ভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন মিঠুন। ছোট্ট মিনিকে না দেখতে পাওয়ার কষ্ট বুকে নিয়ে কাবলিওয়ালার দেশে ফিরে যাওয়ার দুঃখই যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে এই গানের মাধ্যমে।

VAAB JODI

আরও পড়ুন : বিয়েতে গান গাইতে কত টাকা নেন অরিজিৎ সিং? টাকার অঙ্ক জানলে ঘুরে যাবে মাথা

প্রসঙ্গত, ইতিমধ্যেই দেব এবং সৌমিতৃষা অভিনীত ‘প্রধান’কে কড়া টক্কর দিয়েছে কাবুলিওয়ালা। মাত্র দুই দিনে দেড় কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সিনেমাটি। ‘প্রধান’ এবং ‘কাবুলিওয়ালা’-র মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে সেটা ইতিমধ্যেই বুঝে গেছেন দর্শকরা। তবে জাতীয় স্তরে সিনেমাটি কেমন ব্যবসা করবে সেটাই এখন দেখার।