দাদা বিখ্যাত গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। বর্তমানে এই প্রজন্মের গায়কদের মধ্যে কেউ তার ধারেকাছে নেই। অরিজিতের গানের মাধ্যমে একের পর এক রেকর্ড ভাঙছেন। আর তার বোন অমৃতা সিংও (Amrita Singh) দাদার পদচিহ্ন অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন। দাদার মত তিনিও সংগীতের অনুরাগী। তবে খ্যাতির নিরিখে ছাপিয়ে যেতে পারেননি অরিজিতকে। বেশ কয়েক বছর মুম্বাইতে থাকার পর এখন তিনি রয়েছেন কলকাতায়। একাধিক অ্যালবাম এবং ছবিতেও প্লেব্যাক গেয়েছেন অমৃতা।
কিছুদিন আগেই ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘বিসমিল্লাহ’ ছবিতে গান গেয়েছেন অমৃতা। সেই সঙ্গে ইতি মেমোরিজের মত বেশ কিছু ওয়েব সিরিজেও তার গান শুনে মুগ্ধ হয়েছেন শ্রোতারা। অরিজিতের বোন বলেই কি বাড়তি সুযোগ-সুবিধা এসেছে তার হাতে? এই প্রশ্নের জবাব আনন্দবাজারকে দিয়েছিলেন তিনি। অমৃতা অবশ্য বলেছেন তিনি কারও সুপারিশে কোনও কিছু পাওয়াতে বিশ্বাসী নন। তার দাদাও কখনও তার জন্য সুপারিশ করেননি কারও কাছে।
অমৃতা বলেছেন, “দাদা বলেই দিয়েছিল তোমার নিজের পথ চলাটা একান্তই নিজের, কোনও সংগীত পরিচালককে গিয়ে কখনও আমায় নেওয়ার কথা বলেনি। হ্যাঁ, গান নিয়ে কথা হয়, অনেক কিছু শিখি।” তবে দাদার দৌলতেই তিনি সংগীতের জগতের গুণী মানুষদের সান্নিধ্য পেয়েছেন সে কথা স্বীকার করে নিয়েছেন। কৌশিকী চক্রবর্তীর কাছে তালিম নিয়েছেন অমৃতা। সেটাও তার কাছে কিছু কম বড় পাওনা নয়।
অমৃতা খুব কাছ থেকে দাদার পরিশ্রমটা লক্ষ্য করেছেন। রিয়েলিটি শোয়ের পর মুম্বাইতে বেশ কিছুদিন সংগীত পরিচালক প্রীতমের সঙ্গে কাজ করেছিলেন অরিজিত। সেই সময় অরিজিৎ বাড়িতে আসতেন শুধু ঘুমানোর জন্য। অমৃতাকে অবশ্য এতটা কষ্ট করতে হয়নি। দাদার মত তিনিও কিন্তু রিয়েলিটি শোতে ভাগ্য পরীক্ষা করতে এসেছিলেন। ইন্ডিয়ান আইডলে বিচারকদের সামনে আসার আগেই অবশ্য তিনি বাদ পড়ে যান।
দুই ভাইবোন যেহেতু সংগীতের দুনিয়ায় মানুষ তাই তাদের মধ্যে তুলনা হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু অমৃতা অবশ্য তেমনটা মনে করেন না। তার কথায়, “আমরা জানতাম, দাদা একদিন বিখ্যাত হবে। মা সব সময় বলতো ওর জগৎজোড়া নাম হবে। তাই আমরা জানতাম এটা হবেই।” তবে দাদার সঙ্গে তার তুলনাই চলে না বলে মনে করেন অরিজিতের বোন। তিনি অবশ্য বলেছেন অরিজিত অনেক ছোট বয়স থেকে গান শিখছেন। আর অমৃতা তুলনায় অনেক দেরিতে গানের জগতে প্রবেশ করেছেন।
অমৃতা বলেছেন গানের থেকে তিনি ছোটবেলা থেকে নাচ বেশি পছন্দ করতেন। গান তার জীবনে অনেক পরে এসেছে। ইন্ডিয়ান আইডলে অংশ নেওয়ার পর থেকে তিনি মন দিয়ে গানের তালিম নিতে শুরু করেন। তিনিও দর্শকদের ভাল ভাল গান উপহার দিতে চান। তবে দাদার সঙ্গে প্রতিযোগিতা করে নয়, অমৃতা তার নিজের গুনে পরিচিত হতে চান শ্রোতাদের কাছে।