দাদার মতই রত্ন! অরিজিতের বোনের গান শুনে মুগ্ধ নেটপাড়া

অরিজিৎ সিংয়ের গান তো সকলেই শুনেছেন। বর্তমানে বিশ্ব বিখ্যাত গায়কদের লিস্টে অন্তর্ভুক্ত আছেন বাংলার এই গায়ক। তবে জানেন কি অরিজিতের বোন অমৃতা সিংও একজন খুব ভালো গায়িকা? অরিজিৎ এর বোন অমৃতাও দাদার মত দারুণ সুন্দর গান করেন। সম্প্রতি সারেগামাপার মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। এই মঞ্চে আরও একবার তার গান শুনে মুগ্ধ হয়েছেন সকলে।

অরিজিতের বোন অমৃতা সিং মাত্র চার বছর বয়স থেকে গান করছেন। তিনি তার মায়ের কাছে গানের তালিম নিতেন। অবশ্য অরিজিৎ যেভাবে প্রথম থেকেই গানটাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন অমৃতা সেটা করেননি। তিনি অনেক পরে গানের জগতে আসেন। অবশ্য অমৃতা তার নিজের যোগ্যতায় বেশ কিছু সিনেমাতে গান গেয়েছেন। বিসমিল্লা সিনেমার ‘তোমাকে দেখিনি’ গানটি তার গাওয়া। জি বাংলার সারেগামাপাতেও হাজির হয়েছিলেন তিনি।

আরও পড়ুন : অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী কে? কাকে ডিভোর্স দিয়ে কোয়েলকে বিয়ে করেছেন অরিজিৎ?

ARIJIT SINGH`S SISTER AMRITA SINGH

আরও পড়ুন : গান গাইতে কত টাকা পারিশ্রমিক নেন অরিজিৎ সিং? শুনলে চোখ কপালে উঠবে আপনার

এছাড়াও অমৃতার সঙ্গে অরিজিতের একটি স্টেজ পারফরম্যান্স সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। একই মঞ্চে দাঁড়িয়ে দাদার সঙ্গে হিন্দি গান গাইতে শোনা গেল অমৃতাকে। অরিজিতের পাশাপাশি তার বোনের গান শুনেও মুগ্ধ হলেন সকলে। নেট নাগরিকরা প্রশংসা করে লিখছেন, “ভাইবোন দুজনেই রত্ন।”