সারা বিশ্বে তার অসংখ্য ভক্ত। তার গলার সুর মুগ্ধ সকলে, বাংলার গর্ব। ইনি হলেন গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। তার জনপ্রিয়তা হার মানাবে অনেকেই খ্যাতির শীর্ষে থাকা সত্ত্বেও অরিজিৎ কিন্তু সম্পূর্ণ একজন মাটির মানুষ। বিলাসবহুল জীবনযাপনের বদলে খুব সাধারণ জীবনযাপন করাই পছন্দ করেন তিনি। তাই তার ভক্তরা বার বার ছুতে চায় তাকে। তবে তার শো মানেই বিশাল জাঁকজমকপূর্ণ পরিবেশ আর অসংখ্য মানুষের ভিড়।
সম্প্রতি অরিজিৎ সিং-এর এই বিশাল শো-এর সাক্ষী ছিল কলকাতাবাসী। প্রথম দিকে অনেক বিতর্ক তৈরি হয়েছিল এই শো নিয়ে। একবার তো এই শো বন্ধ করে দেওয়ার কথাও বলেছিলেন বহু মানুষ। যদিও সব বাধা কাটিয়ে কলকাতার ‘ইকো পার্কে’ এই শো-এর আয়োজন করা হয়েছিল।
তার সেই কলকাতাবাসীর মুখে হাসি ফোটাতে পেরেছিলেন। নিজেদের প্রিয় গায়ককে সামনা সামনি দেখে মন ভরে গিয়েছিল। রেকর্ড ভিড় হয়েছিল সেই দিন। এই শোয়ের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিল। তবে সেই শোয়ের ঘোর কাটাতে না কাটাতেই আরও এক শোয়ের ঘোষণা করে দেওয়া হল।
তবে এবার উত্তর বাংলা কাঁপতে চলেছে অরিজিৎ সিং। কারণ কলকাতার পর এবার শিলিগুড়িতে শোয়ের আয়োজন করা হয়েছে। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই মিউজিক কনসার্ট। যদিও প্রথমে দিন ঘোষণা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। তবে এখন মিউজিক কনসার্ট কবে হবে সেই ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।
আগামী ২রা এপ্রিল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মিউজিক কনসার্ট। তবে উত্তরবঙ্গে এই প্রথমবার কোন মিউজিক শো করতে চলেছে অরিজিৎ। কলকাতার শোতে টিকিটের সবোর্চ্চ মূল্য ছুয়ে ছিল ৮০ হাজার টাকা। তবে এতো টাকা খরচ করার পরেও সেখানেও অব্যবস্থার কথা স্বীকার করে ফেসবুকে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ সিং।
তবে শিলিগুড়ি শোয়ের উদ্যোক্তাদের তরফ থেকে জানা গিয়েছে কলকাতার মতো এখানেও চড়া দামে টিকিট বিক্রি হচ্ছে। সবচেয়ে কম ১,৫০০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪৯,০০০ হাজার টাকা পর্যন্ত দাম রাখা হয়েছে টিকিট মূল্য। কিন্তু কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের আসন সংখ্যা কলকাতার তুলনায় অনেক কম। প্রায় ২০ হাজার। তাই দর্শক সংখ্যা কলকাতার থেকে কমই থাকবে।