বিচার চেয়ে মিছিলে কেন নামলেন না অরিজিৎ সিং? দিলেন জবাব

সোশ্যাল মিডিয়াতে একের পর এক পোস্ট করেছেন তিনি। আর জি কর মামলা প্রসঙ্গে প্রথম থেকেই তার প্রতিবাদী স্বর ছিল তুঙ্গে। তার ভক্তরা আশা করেছিলেন, শীঘ্রই হয়তো পথে নামবেন তিনি। প্রতিবাদী অরিজিৎ সিংকে (Arijit Singh) দেখা যাবে এবার। কিন্তু না, সেই পরিকল্পনা অবশেষে ত্যাগই করলেন অরিজিৎ সিং। তার বদলে হাতে তুলে নিলেন গিটার। গায়ক তিনি, গান গেয়েই জানাবেন প্রতিবাদ। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং?

আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং নৃশংসভাবে খুনের ঘটনা কার্যত কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। সর্বস্তরের মানুষ এর তীব্র প্রতিবাদ করছেন। রাস্তায় আন্দোলনকারীদের ছয়লাপ। এর মধ্যে অরিজিৎ সিং মুখ খুলেছেন বারবার। এর জন্য তার গায়ে রাজনীতির রং লাগানোর চেষ্টা হয়েছে। শেষমেষ সব প্রশ্নের উত্তর দিলেন অরিজিৎ সিং।

ARIJIT SINGH

সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি লাইভে এসেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া মারফত অরিজিৎ তার বক্তব্য তুলে ধরেন সকলের সামনে। তিনি জানিয়েছেন, “এই বিষয়টা আমার রাজ্যে, আমার দেশে, আমার বাড়িতে… আমার মতো অনেকের কাছেই আওয়াজটা পৌঁছেছে। আমরা যে আওয়াজ তোলা শুরু করেছি, তা বন্ধ করা চলবে না। একটা স্বচ্ছতা রাখতে হবে। মানুষের বিশ্বাস ভেঙে যাচ্ছে। সব মিডিয়াকে আজকাল বিশ্বাস করতে পারি না আমরা। তারওপর এটা। খুব হেল্পলেস। আমি চাইলেই আপনাদের মতো রাস্তায় নামতে পারি না। আমি অপরাগ। আমি নামলে সেলফি তোলার ভিড় বেশি হবে। লাইভ শো-তেও চাই দেখেছি।’’

অরিজিতকে আরো বলতে শোনা গেল, “এখানেই না থেমে তিনি আরও ভঙে বলেন, “পথে নেমে গেলেই তো হল না। বিশৃঙ্খলা হলে মুশকিল। সবাই তো নামছে পথে। আমরা রয়েছি পাশে। হিতে বিপরীত হলে হবে না। কেউ যদি ভাবে সুযোগ নেবে, নিতে পারে। যারা রাগাচ্ছে, তোমরা তাদের কথায় রেগে যেয়ো না। তারাও কষ্টের জায়গা থেকে এই কথাগুলো বলছে।”

আরও পড়ুন : আরজিকর কাণ্ডে বড় সিদ্ধান্ত কিরণ দত্তের, শুনলে স্যালুট জানাবেন

RG KAR CASE

আরও পড়ুন : ‘মিষ্টি মোড়কের যৌনপল্লী’, টলিউডের আসল সত্যিটা ফাঁস করে দিলেন ঋতাভরী চক্রবর্তী

অরিজিৎ সিং কলকাতার তিলোত্তমার হয়ে গান বেঁধেছেন। সোশ্যাল মিডিয়াতে তার সেই গান ভাইরাল হতে সময় নেয়নি। গান গেয়েই তিনি প্রতিবাদ জানালেন। তার কথায়, “আমি পথে নামলে সেলফি তোলার ভিড় হবে। অনেকে ভাবছে আমি বেরোলে আমার সঙ্গে ওঁরাও হাঁটবে। অত ভিড় বাড়িয়ে কী হবে? আমি পথে নামব কি না, তা নিয়ে রাজনীতি করার কোনও মানে হয় না। খুব তুচ্ছ ব্যাপার। যাঁরা কথা বলছেন বলুন। এতেও জনমত তৈরি হবে। বিতর্ক হলেও ঘটনাটি নিয়ে আলোচনা তো হবে।”