Arijit Singh On Pasoori Remake Controversy : পুরনো হিন্দি গান হোক অথবা পাকিস্তানের কোনও গান (Pakistani Songs), বলিউড (Bollywood) -র অনেক সিনেমাতেই এই গানগুলির রিমেক করা হয়। পাকিস্তানের সেরকমই এক জনপ্রিয় গান হল পাসুরি (Pasoori)। যেটা গেয়েছেন পাকিস্তানি গায়ক আলি শেঠ (Ali Sethi) ও শেহ গিল (Shae Gill)। পাকিস্তানের পাশাপাশি এই গানের জনপ্রিয়তা ভারতেও তুঙ্গে। আর এই গানের রিমেক ভার্সন গেয়ে ট্রোলের মুখে পরলেন সকলের প্রিয় অরিজিৎ সিং (Arijit Singh)।
গত এক বছরে এই পাসুরি গানের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। নতুন প্রজন্মের মধ্যে এই গান দারুণভাবে জনপ্রিয় বলা চলে। আর এবার সোমবার সকালে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবানি অভিনীত ‘সত্য প্রেম কি কথা’ (Satyaprem ki Katha) সিনেমার ‘পসুরি নু’ (Pasoori Nu) গানটি প্রকাশ্যে আসে।
এদিকে পাকিস্তানের জনপ্রিয় এই গানের রিমেক ভার্সান সামনে আসতেই শুরু হয়ে গিয়েছে সমালোচনা। পাকিস্তানি অনুরাগীদের পাশাপাশি ভারতীয়রাও অরিজিৎ সিংকে ট্রোল করেছেন। তবে নানা দিক থেকে সমালোচনার ঝড় আসতেই মুখ খুললেন জিয়াগঞ্জের ছেলে। কেন তিনি এই গানটি গাওয়ার জন্য রাজি হয়েছিলেন তা জানা গেল অবশেষে।
এদিন তার দ্বিতীয় টুইটার হ্যান্ডেল থেকে অনুরাগীদের সঙ্গে কথোপকথনে অংশ নিতে দেখা গিয়েছে অরিজিৎকে। তাঁর এই অ্যাকাউন্টটি ভেরিফায়েড নয়, তবে অ্যাকাউন্টটি যে গায়কেরই তা সকলেই জানেন। সেখানেই একজন প্রশ্ন করেন, ‘একটা প্রশ্ন করতে পারি? আপনি এটার জন্য হ্যাঁ বললেন কেন? আমি জানি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তাও একটা আগ্রহ।’
ওই ব্যক্তিকে উত্তরে অরিজিৎ লেখেন, ‘নির্মাতারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ওরা দুঃস্থ শিশুদের জন্য একটি স্কুলে বার্ষিক অর্থ সাহায্য করবেন। যা খুব গুরুত্বপূর্ণ। তাই ভাবলাম একটু নয় গালি খেয়েই নি।’ গায়কের উত্তর হতবাক করে দেয় নেটিজেনদের। এরপরে অনেকেই মন্তব্য করেছেন, অরিজিতের মতো গায়ককে রিমেক গাইতে দেখে তারা অবাক হয়েছিলেন। কিন্তু তার সিদ্ধান্তের পেছনে যে এত বড় একটা উদ্দেশ্য রয়েছে সেটা তারা কেউই জানতেন না।
আরও পড়ুন : ‘যেন নির্বাচনে জিতেছি! মাঝে মাঝে ফোন ছুঁড়ে ফেলে দিই’, কেন এমন বললেন অরিজিৎ সিং?
‘প্রপাগান্ডা’ নিয়েও কথা বলেছেন অরিজিৎ। ‘সঙ্গীতপ্রেমী হিসেবে মানুষ কখনও চান না একজন শিল্পীকে নীচে নামিয়ে আনতে। বুঝুন এই সব প্রোপাগান্ডা। বরং ইন্ডাস্ট্রি তাদের সুবিধা অনুযায়ী একজন শিল্পী তৈরি করে এবং ভাঙে। আমরা লড়াই করি কারণ ওরা এচাই চায়।’, বলেন তিনি।
আরও পড়ুন : ডাব বেচে, কাপড় বেচে চলত না সংসার, কৌশিকী চক্রবর্তীর ছোটবেলা ছিল খুবই কষ্টের