চাপের মুখে চরম পদক্ষেপ, অরিজিৎ সিংয়ের সিধান্তে ভক্তদের মাথায় হাত

অবশেষে চাপের মুখে পড়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। আর জি কর (RG Kar Case) প্রসঙ্গে প্রথম থেকেই সোচ্চার ছিলেন তিনি। নিজের এক্স অ্যাকাউন্ট থেকে দফায় দফায় প্রতিবাদ চালিয়েছেন তিনি। বিচার চেয়ে সরব হয়েছেন বারবার। সরাসরি পথে না নামলেও গান বেঁধেছেন। কিন্তু আচমকা উধাও হল অরিজিতের অ্যাকাউন্ট। পেছনে কি রয়েছে রাজনৈতিক চাপ?

আর জি করের ঘটনা ঘটার পর সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক হয়েছিলেন অরিজিৎ। সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা না নিলে তিনি পথে নামবেন। যদিও এই অ্যাকাউন্ট তার নিজস্ব কিনা সেই নিয়ে প্রশ্ন তুলে বিষয়টাকে লঘু করে দেখানোর চেষ্টা হয়েছিল। কিন্তু না, দফায় দফায় পোস্ট করে অরিজিৎ বুঝিয়ে দিয়েছিলেন সত্যিটা। তবে না, পথে নামা তার হয়নি। যার পেছনে ছিল রাজনৈতিক ইস্যু।

Arijit Singh

ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেলে লাইভে এসে অরিজিৎ জানান তিনি পথে নামতে পারবেন না। তার এক নম্বর কারণ যারা তার সঙ্গে পথে নামবেন তারা সেলফি তোলার প্রতি বেশী আগ্রহ দেখাবেন। বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণটি ছিল, অনেকেই এর সুবিধা নিতে চাইবে। তাই দায়িত্ববান সেলেব্রিটি হিসেবে সিদ্ধান্ত বদলান অরিজিত। প্রতিবাদ উগড়ে দেন ‘আর কবে’ গানের মধ্যে দিয়ে। আর এর সঙ্গে তিনি শাসকদলের চোখে কাঁটা হয়ে দাঁড়ান।

অরিজিতের এই প্রতিবাদ ভালো চোখে নেননি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন মুম্বাই যেহেতু অরিজিতের কর্মক্ষেত্র, তাই তিনি হাথরাস কিংবা সাক্ষী মালিকদের নিয়ে কথা বলেননি। তখন তার বিবেক জাগেনি। কাজ, টাকা, কেরিয়ারের জন্য তিনি চুপ থেকেছেন। এই প্রসঙ্গে কারও নাম না নিয়ে অরিজিতের প্রোফাইল থেকে একটি পোস্ট হয়। তাতে লেখা ছিল, “ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি।”

Arijit Singh

এরপরেও চুপ থাকেননি অরিজিৎ। আরেকটি পোস্ট করে তিনি জানান ৫ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির জন্য তিনি অপেক্ষা করছেন। তিনি লেখেন, মিডিয়ায় কিছু নতুন তথ্য উঠে আসছে। ফোন কলস, নীল বা সবুজ চাদর, সেমিনার হলের দুই দরজা। এটা পরিষ্কার যে কিছু তো একটা লুকানোর চেষ্টা চলছে। কিছু একটা হবেই।” কিন্তু তারপরেই উধাও হল অরিজিতের প্রোফাইল।

আরও পড়ুন : আরজি কর কাণ্ডে হুঁশিয়ারি অরিজিত সিংয়ের! ফাঁস গোপন অডিও ক্লিপ

ARIJIT SINGH

আরও পড়ুন : “চটি চাটা!”, চূড়ান্ত অপমানের পর মুখ খুললেন নচিকেতা চক্রবর্তী

শুক্রবার সন্ধ্যার পর থেকে আর অরিজিতের প্রোফাইলটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না সোশ্যাল মিডিয়াতে। এটা দেখেই মাথায় হাত পড়েছে ভক্তদের। প্রতিবাদী অরিজিৎ হঠাৎ করে কেনই বা নিজের প্রোফাইল ডিলিট করতে যাবেন? তাহলে কি রাজনৈতিক চাপ আসছে তার উপর? যদিও এইভাবে হঠাৎ করে নিজের একাউন্ট ডিলিট করা যায় না এক্স হ্যান্ডেলে। তার জন্য একমাস সময় দিতে হয়। অতএব, সব বাঁধা কাটিয়ে অরিজিত আবার ফিরে আসুন, এমনটাই চাইছেন ভক্তরা।

আরও পড়ুন : বিচার চেয়ে মিছিলে কেন নামলেন না অরিজিৎ সিং? দিলেন জবাব