বিশ্বাসঘাতক অরিজিৎ! বন্ধুর সঙ্গে যা করেছিলেন শুনে ছিঃ ছিঃ করছে নেটপাড়া

বাংলার গর্ব অরিজিৎ সিং। দেশে-বিদেশে গান গেয়ে ভারতের নাম উজ্জ্বল করেছেন অরিজিৎ। ব্যক্তি অরিজিতেরও প্রশংসায় পঞ্চমুখ সকলে। তা সহজ সরল জীবনযাপন দেখে অনেকেই মুগ্ধ হন। অথচ সেই তার বিরুদ্ধেই উঠলো কিনা বিশ্বাসঘাতকতার অভিযোগ। তাও আবার কাছের বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা। নিজে উপরে ওঠার জন্য বন্ধুর কেরিয়ার নষ্ট করেছেন অরিজিৎ, এমনটাই অভিযোগ গায়কের বিরুদ্ধে।

কী করেছেন অরিজিৎ সিং?

ঘটনাটা ২০০৫ সালের। তখন ফেম গুরুকুল নামের একটি রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন অরিজিৎ। এই ফেম গুরুকুল থেকেই সংগীত দুনিয়ায় অরিজিতের যাত্রা শুরু হয়। সেখানে অরিজিতের সঙ্গে শমিত ত্যাগী নামের আরেক প্রতিযোগী ছিলেন। বয়সে অরিজিতের থেকে কিছুটা বড় হলেও দুজনের মধ্যে দারুণ বন্ধুত্বের সম্পর্ক হয়ে গিয়েছিল। শমিত অরিজিৎকে ভাইয়ের মত আগলে রাখতেন। কিন্তু প্রতিযোগিতা তো প্রতিযোগিতাই হয়। এখানে প্রত্যেক প্রতিযোগীই একে অপরের শত্রুই হন।

Shamit Tyagi

এই অনুষ্ঠানে একটি নিয়ম ছিল। যদি কোনও প্রতিযোগী দর্শকদের বিচারে কম নম্বর পেয়ে থাকেন, তাহলে সহ প্রতিযোগীদের ভোট পেলে তিনি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন। এমনই একটি পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলেন শমিত। তখন অরিজিৎ সিং এর একটি ভোট তার জন্য খুব প্রয়োজন ছিল। কিন্তু অরিজিৎ তাকে সমর্থন করেননি। শমিতের বদলে অরিজিৎ বেছে নেন মণিকা নামের আরেক প্রতিযোগীকে। অরিজিতের এই সিদ্ধান্ত হয়েছিল বিতর্কিত।

আরও পড়ুন : কত টাকা ইনকাম ট্যাক্স দেন অরিজিৎ সিং? ফাঁস হল অরিজিতের আয়করের রিপোর্ট

Shamit Tyagi

আরও পড়ুন : অরিজিৎ সিংয়ের কনসার্টে ঢুকতে পারবেন না এই জিনিসগুলো নিয়ে

সেই সময় অনেকেই মনে করেছিলেন অরিজিত হয়তো এইভাবে সুযোগের সদ্ব্যবহার করে তার সব থেকে বড় প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিয়েছিলেন প্রতিযোগিতা থেকে। এমনকি শোয়ের মেন্টর ইলা অরুণও অরিজিৎকে বিশ্বাসঘাতক বলেছিলেন তার এই কাজের জন্য। যদিও এত বিতর্কের পরেও অরিজিৎ এবং শমিতের সম্পর্ক নষ্ট হয়নি। আজ এত বছর পরেও নাকি তাদের বন্ধুত্ব আগের মতই আছে।