বিশ্বমঞ্চে বাঙালির জয়জয়কার! কোরিয়ান ব্র্যান্ড BTS-কে হারিয়ে বিশ্বরেকর্ড করলেন অরিজিৎ

আরও একবার অরিজিৎ সিংয়ের (Arijit Singh) হাত ধরে বাংলা পেল সেরা সম্মান। অসাধারণ গায়কীতে শুধু বাঙালি বা ভারতীয় হৃদয় নয়, অরিজিৎ সিংয়ের জনপ্রিয়তা দিন প্রতিদিন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের নিতান্তই সাদাসিধা অরিজিতের গানে মগ্ন হয়ে পড়ছে গোটা বিশ্ব। এবার বিশ্বমঞ্চে অরিজিতের হাত ধরেই বাংলাতে এল সেরা সম্মান।

ভারতবর্ষে এখন জনপ্রিয়তার বিচারে এগিয়ে রয়েছেন অরিজিৎ। তবে শুধু ভারতেই নয়, গোটা বিশ্বের নিরিখে তারকা গায়ক ও ব্র্যান্ডদের টেক্কা দিয়ে কার্যত শীর্ষস্থান দখলের দিকে এগিয়ে যাচ্ছেন অরিজিৎ। সম্প্রতি প্রকাশিত হয়েছে গ্লোবাল স্পটিফাই আর্টিস্ট চার্ট। যে তালিকায় অরিজিতের নাম বিশ্ব বিখ্যাত বেশ কিছু তারকাকে পেছনে ফেলে দিয়েছে। এই তালিকাতে ষষ্ঠ স্থান দখল করেছেন অরিজিৎ সিং।

প্রধানত গোটা বিশ্বে জনপ্রিয়তার নিরিখে এই তালিকা প্রস্তুত করা হয়ে থাকে। সাম্প্রতিক যে তালিকাটি প্রকাশ করা হয়েছে সেখান থেকে জানা যাচ্ছে এই মুহূর্তে স্পটিফাইতে অরিজিতের ফ্যান ফলোয়ার্সের সংখ্যা রয়েছে ৬ কোটি ৬১ লক্ষ। জনপ্রিয়তার বিচারে তিনি ছাপিয়ে গিয়েছেন বিশ্ব বিখ্যাত গায়ক জাস্টিন বিবার, মার্কিন তারকা এমিনেম থেকে শুরু করে প্রখ্যাত কোরিয়ান ব্যান্ড BTSকেও।

এইভাবে গ্লোবাল স্পটিফাই চার্টে বিশ্ব বিখ্যাত তারকাদের পেছনে ফেলে দেওয়া মুখের কথা নয়। অরিজিৎ তার প্রতিভার মাধ্যমে গড়েছেন বিশ্ব রেকর্ড। তার এই নতুন সাফল্যের খবরে দারুণ খুশি হয়েছেন ভক্তরা। সারা বিশ্বের সমাদৃত হলেও অরিজিৎ সিং কনসার্টের টিকিটের দামের কারণে গত কয়েকদিন ধরেই এই বাংলাতেই সোশ্যাল মিডিয়াতে ক্রমাগত সমালোচিত হচ্ছেন।

বর্তমানে ভারতবর্ষে অরিজিতের জনপ্রিয়তার ধারে কাছে নেই কেউ। এই কদিনের মধ্যে পুনে, গুজরাট, বাংলাতে অরিজিতের একাধিক কনসার্টের খবর এসেছে। কনসার্টের টিকিটের দাম কোথাও কোথাও হাজারের গণ্ডি পেরিয়ে লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সেই কারণেই এত সমালোচনা। তবে নিন্দুদের মুখে ঝামা ঘষে দিয়ে উল্টে বাংলা এবং ভারতের মুখ আরও একবার উজ্জ্বল করলেন অরিজিৎ।