অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী কে? কাকে ডিভোর্স দিয়ে কোয়েলকে বিয়ে করেছেন অরিজিৎ?

কাকে বিয়ে করেছেন অরিজিৎ সিং (Arijit Singh)? স্ত্রীর সঙ্গে কীভাবে আলাপ হয়েছিল তার? জানেন কি গায়ক অরিজিতের আসলে দুটি বিয়ে? অরিজিৎ সিংয়ের বর্তমান স্ত্রী কোয়েল রায়কে (Koel Roy) সকলেই চেনেন। কিন্তু কে ছিলেন অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী? কেনই বা ভেঙেছিল তাদের সম্পর্ক? বর্তমানে স্ত্রীর সঙ্গেই বা কীভাবে আলাপ হল তার? সেই গল্পই আজ আপনাদের শোনাবো এই প্রতিবেদনে।

অরিজিতের প্রথম বিয়েটা মোটেও সুখের হয়নি। অনেকে বলেন সামাজিকভাবে নয়, অরিজিতের প্রথম বিয়েটা শুধু আইনি মতেই হয়েছিল। কেউ কেউ বলেন অরিজিতের প্রথম স্ত্রী রূপরেখা বন্দ্যোপাধ্যায়। ফেম গুরুকুল রিয়েলিটি শোতে অরিজিতের সঙ্গে প্রতিযোগী ছিলেন রূপরেখাও। বলতে গেলে এই ফেম গুরুকুল থেকেই সংগীত দুনিয়াতে অরিজিতের পথচলা শুরু হয়। যদিও এখান থেকে তিনি খুব একটা লাইমলাইট পাননি। ফেম গুরুকুল থেকে বেরোনোর ৫ থেকে ৬ বছর পর অরিজিতের ভাগ্যের শিকে ছেঁড়ে। বলা হয় এই ফেম গুরুকুল থেকেই নাকি রূপরেখার সঙ্গে অরিজিতের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বরাবরই এই জল্পনা উড়িয়ে দিয়েছেন রূপরেখা। তিনি দাবি করেন অরিজিতের সঙ্গে তার কোনও প্রেমের সম্পর্ক কোনওদিনই ছিল না। তিনি অরিজিতের প্রথম স্ত্রীও নন? তাহলে অরিজিতের প্রথম স্ত্রী কে?

Arijit Singh And Koel Roy

আসলে অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রীর নাম কিংবা পরিচয় কিছুই জানা যায়নি। শুধু এটুকু জানা গিয়েছে অরিজিতের প্রথম স্ত্রী মুর্শিদাবাদেরই মেয়ে। বাড়ি থেকে পছন্দ করা মেয়েকেই বিয়ে করেছিলেন অরিজিৎ। গ্ল্যামার দুনিয়ার সঙ্গে তার কোনও যোগাযোগই নেই। তিনি কখনও প্রচারের আলোয় আসেননি। কিন্তু বিয়ের পর তাদের সম্পর্ক মাত্র কয়েক মাস টিকেছিল। অরিজিতের প্রথম স্ত্রী অন্যত্র বিয়েও করেছেন।

প্রথম বিয়ে ভেঙে যাওয়ার বেশ কয়েক বছর পর অরিজিত আবার বিয়ের পিঁড়িতে বসেন। আর এবার তিনি বিয়ে করেন তার প্রথম ভালবাসাকে। হ্যাঁ, কোয়েলই ছিলেন অরিজিতের প্রথম প্রেম। কোয়েল রায় অরিজিতের ছোটবেলার বান্ধবী ছিলেন। শোনা যায় কোয়েলেরও নাকি আগে একটি বিয়ে ছিল। তিনি ডিভোর্সী। তারও প্রথম বিয়েটা সুখের হয়নি। প্রথম বিয়ে থেকে তার একটি ছেলেও রয়েছে। ২০১৪ সালে তারা বিয়ে করেন। এই বিয়েতেও কোনও জাঁকজমক করেননি অরিজিৎ। কাছের বন্ধু-বান্ধব এবং আত্মীয়দের নিয়ে তারাপীঠে গিয়ে খুবই সাধারণভাবে তারা বিয়ে করেছিলেন।

আরও পড়ুন : ছেলেবেলায় জুটেছিল ‘চোর’ অপবাদ! প্রকাশ্যে এল অরিজিৎ সিং-এর ছেলেবেলার সিক্রেট

Arijit Singh And Koel Roy

আরও পড়ুন : সবার সামনে এ কী কাণ্ড করলেন অরিজিৎ সিং! ছিঃ ছিঃ করছে নেটপাড়া

কোয়েলকে স্ত্রীর মর্যাদা দেওয়ার পাশাপাশি তার প্রথম পক্ষের সন্তানকেও আপন সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছেন অরিজিৎ। বিয়ের পর তাদের আরও একটি ছেলে হয়। তাদের দুই ছেলের নাম জুল এবং আলি। দুই সন্তানকে নিয়ে বর্তমানে সুখেই দিন গুজরাট করছেন এই দম্পতি। স্বামী এত বড় তারকা হলেও কোয়েলও কিন্তু প্রচারের আড়ালে থাকতেই পছন্দ করেন।