সুচিত্রা সেনের ডুপ্লিকেট! জি বাংলার নায়িকাকে দেখে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অবিকল যেন সুচিত্রা সেন! জি বাংলার নায়িকাকে দেখে রীতিমতো হোঁচট খেলেন নেট নাগরিকরা। সাদাকালো সেই ছবি থেকে চোখ সরাতেই পারছেন না কেউ। ম্যাডাম সেনের ডুপ্লিকেট হওয়া মুখের কথা নয়। তাই ছোট পর্দার এই অভিনেত্রীকে দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলেই। কে এই নায়িকা? চিনতে পারলেন?

পরিচালক রাজর্ষি দে সম্প্রতি তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেন। সেই ছবির ক্যাপশনে লেখা আছে, ”এই হাসিতেই আছে শান্তি।” প্রথম দর্শনে অনেকেই ভেবেছিলেন ছবিটি হয়তো স্বয়ং সুচিত্রা সেনের। কিন্তু একটু খুটিয়ে লক্ষ্য করলেই ধরা পড়বে আসল টুইস্ট। সুচিত্রা নন, এ তো ‘মিঠিঝোরা’ সিরিয়ালের রাই! ওরফে আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। অভিনেত্রী নিজেও ভাবতে পারেননি তার ছবিটা এইভাবে সবার মনে দাগ কাটবে।

Aratrika Maity

তাকে অভিনেত্রী শ্রুতি দাস প্রথম জানান যে রাজর্ষি দে তার ছবিটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। তারপর সেই ছবির কমেন্ট বক্সে আরাত্রিকা লেখেন, “এটা তো আমার ছবি।” পরিচালক উত্তর দেন, “এই হাসি যার, ছবি তো পৃথিবীর।” নেট নাগরিকরাও বলছেন আরাত্রিকাকে অবিকল সুচিত্রা সেন লাগছে। এর আগেও বিভিন্ন নায়িকা সুচিত্রা সেনের মত হয়ে ওঠা চেষ্টা করেছেন ক্যামেরার সামনে। তাদের নিয়ে ট্রোল হলেও আরাত্রিকা কিন্তু বেশ প্রশংসাই পাচ্ছেন।

আরও পড়ুন : দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে সেট থেকে! মনের জোরে সাফল্য পেয়েছেন মিঠিঝোরার স্রোত

আরও পড়ুন : বউ থাকতেও পরকীয়া! এই অভিনেত্রীর জন্য ভাঙছে গৌরব-দেবলীনার সংসার

আরাত্রিকা বরাবরই স্বর্ণযুগের বাংলা ছবির নায়িকাদের লুক খুবই পছন্দ করেন। তাই তার বেশিরভাগ ছবি থাকে সাদাকালো। তবে এই ছবিটা তিনি ‘কায়দাবাজি’ করেই তুলেছিলেন। সুচিত্রা সেন তার খুব প্রিয় অভিনেত্রী। তার বিভিন্ন সিনেমা তিনি অনেকবার দেখেছেন। বিশেষ করে রিনা ব্রাউন চরিত্রটা তার খুবই পছন্দের। পছন্দের অভিনেত্রীর লুকে ছবি তুলে যে তিনি তার থেকে এইভাবে সাড়া পাবেন সেটা কল্পনাও করতে পারেননি।