সময়-রণবীরের সঙ্গে বিতর্কে রেবেল কিডও! বড়সড় মাশুল দিতে হল অপূর্বা মুখিজাকে

সময় রায়নার ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট নিয়ে বিতর্ক ক্রমাগত বেড়েই চলেছে। রণবীর আল্লাহবাদিয়ার একটি মন্তব্য কার্যত আগুনের মতো ছড়াচ্ছে বিগত বেশ কয়েকদিন ধরে। তবে রণবীর শুধু একা নন, সোশ্যাল মিডিয়ার নজরে রয়েছেন অপূর্বা মুখিজাও। যাকে সকলে দ্য রেবেল কিড নামে চেনেন। তারও একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অপূর্বার বিরুদ্ধেও অশ্লীলতা ছড়ানোর অভিযোগ তুলছেন নেট নাগরিকরা। এবার তার বড়সড় মাশুল দিতে হলো এই ইউটিউবারকে।

অপূর্বা মুখিজার বিরুদ্ধেও রেগে আগুন নেটপাড়া

বিতর্কিত ওই অনুষ্ঠানে রণবীরের সঙ্গে অপূর্বাও উপস্থিত ছিলেন অতিথি হিসেবে। রণবীরের বাবা-মায়ের সঙ্গম নিয়ে বিতর্কিত মন্তব্যের পর অপূর্বা মায়ের যোনি নিয়ে নোংরা মন্তব্য করেন এবং সেইসঙ্গে প্রতিযোগীর পুরুষাঙ্গের আকার-আকৃতি নিয়েও ইঙ্গিত করেন। সোশ্যাল মিডিয়াতে ওই অংশটুকু ভাইরাল হতেই অপূর্বার উপরেও মানুষের রাগ বাড়ছে। এবার তার মাশুল দিতে হল জনপ্রিয় এই ইউটিউবারকে।

 Apoorva Mukhija

বড় মাশুল দিলেন অপূর্বা

রণবীরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিতর্কে জড়িয়ে নেট নাগরিকদের চরম নিন্দা সম্মুখে পড়তে হচ্ছে অপূর্বাকে। সেই সঙ্গে এই মামলার তদন্তে তাকেও থানা-পুলিশ দৌড়তে হচ্ছে। আর এই ঘটনার বড়সড়ো প্রভাব পড়ল তার কেরিয়ারেও। একের পর এক কাজ হারাচ্ছেন তিনি। রাজস্থান ট্যুরিজম আইআইএফএ এর সঙ্গে সম্মিলিতভাবে ট্রেজার হ্যান্ড শুটিং চলছিল। তাতে প্রোমোটার হিসেবে অপূর্বার নাম ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে অপূর্বার নাম ওই তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ‘বিকৃতমনস্ক’ বলে তিরস্কার! রণবীর আল্লাহবাদিয়াকে কী শাস্তি দিল সুপ্রিম কোর্ট?

 Apoorva Mukhija

আরও পড়ুন : শরীর দেখাতে মহাকুম্ভে গিয়েছেন! প্রবল সমালোচনার মুখে রিভা অরোরা

কেন বাদ পড়লেন অপূর্বা?

বিতর্ক বাড়তে বাড়তে এত দূর পৌঁছেছে যে অপূর্বা এইভাবেই তার কাজ হারাচ্ছেন। সোশ্যাল মিডিয়াতে ধর্ষণ এবং মৃত্যুর হুমকিও পাচ্ছেন তিনি। আর এবার ট্রেজার হান্টের সঙ্গে শুটিং ক্যানসেল হল তার। যদিও এর কারণ দেখিয়ে কোনও সাফাই দেয়নি কর্তৃপক্ষ। তবুও অনুমান করা হচ্ছে সাম্প্রতিক বিতর্কের কারণেই অপূর্বার বিরুদ্ধে এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজস্থানের কোটাতেও ইন্ডিয়াস গট ল্যাটেন্টের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অপূর্বার বিরুদ্ধে রাজপুত কার্নি সেনা সংগঠন সোচ্চার। তারা কিছুতেই মেওয়ারের মাটিতে অপূর্বাকে পা রাখতে দেবেন না বলেই দাবি করেছেন। তাই দুয়ে দুয়ে চার করে ফেলছেন সকলে।