রণবীর এলাহাবাদিয়ার পর এবার অপূর্বা মুখিজা, চূড়ান্ত অশ্লীলতার দায়ে ব্যাপক সমালোচনার মুখে রেবেল কিড অপূর্বা। সময় রায়নার ইন্ডিয়াস গট ল্যাটেন্ট শোয়ে ‘মা-বাবার যৌনতা’ নিয়ে অশ্লীল মন্তব্য করে ধিক্কার পাচ্ছেন রণবীর। তার বিরুদ্ধে মামলাও দায়ের হচ্ছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ওই অনুষ্ঠানেরই আরেকটি ভিডিও। যেখানে অপূর্বাকেও রণবীরের মতই যৌনতা নিয়ে চূড়ান্ত অশ্লীল মন্তব্য করতে শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে হু হু করে ছড়াচ্ছে সেই ভিডিও।
অপূর্বাকে নিয়ে যে ভিডিওটি এখন ভাইরাল হয়েছে তাতে জন্মের সময় মায়ের যোনি, পুরুষের পুরুষাঙ্গ ইত্যাদি নিয়ে ডার্ক জোক বলতে দেখা যাচ্ছে তাকে। ওই সময় ওই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ইউটিউবাররা আবার তাকে সমর্থনও করছিলেন। রণবীরের পাশাপাশি অপূর্বার উপরেও এতে চরম অসন্তুষ্ট নেট নাগরিকরা। শুধুমাত্র নিজেদের প্রচার চালাতে, লাইম লাইট পেতে ও সোশ্যাল মিডিয়াতে ‘কুল’ দেখাতে অপূর্বারা শালীনতার সীমা ছাড়িয়ে ফেলেছেন বলে দাবি করছেন নেট নাগরিকরা।
সময় রায়নার এই শোতে হাজির হয়েছিলেন ইউটিউব তারকারা। আশিস চঞ্চলানি, রণবীর এলাহাবাদিয়া, অপূর্বা মুখিজা সহ আরও অনেকেই ছিলেন এদিনের এপিসোডে। কথায় কথায় এক প্রতিযোগীকে রণবীর প্রশ্ন করেন, “তুমি কি তোমার বাবা মায়ের যৌন মিলন চোখের সামনে দেখতে চাও সারাজীবন, নাকি প্রথম দিনই সেই মিলনে অংশ নিয়ে বাকি সবটা শেষ করে দিতে চাও একদিনেই?” ভিডিও মারফত এই দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ছড়াতেই রণবীরের উপর রেগে আগুন হয়ে যান নেটনাগরিকরা।
আরও পড়ুন : বিয়ের পরেও চারটে প্রেম! স্কুল টিচাররা বলতেন ‘চরিত্রহীনা’, কে এই নায়িকা?
আরও পড়ুন : মা-বাবার শারীরিক সম্পর্ক নিয়ে অশ্লীল মন্তব্য! ইউটিউবারের বিরুদ্ধে ফুঁসছে সোশ্যাল মিডিয়া
এই ভিডিও ভাইরাল হতেই রণবীরের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের হয়। জিজ্ঞাসাবাদের জন্য অপূর্বাকেও ডেকে পাঠানো হয়। তিনি তার আইনজীবীকে নিয়ে বুধবার মুম্বাইয়ের খার থানায় যান বয়ান রেকর্ড করার জন্য। সময় রায়নার এই শোয়ের পর রণবীর এবং অপূর্বার ভক্তরাও এমন ডার্ক কমেডির নামে নোংরামির চরম সমালোচনা করছেন। কমেডি নামে যে ধরনের মন্তব্য তারা ওপেন প্ল্যাটফর্মে করেছেন সেটা মোটেই ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানানসই নয়। যার ফলে বিতর্ক ক্রমশ বাড়ছে বই কমছে না।
आदमी को छोड़ो इस बेशर्म महिला को देखो #RanveerAllahbadia #samayraina pic.twitter.com/gLcqI6mhgG
— Raman Raj (@RamanRaj2024) February 10, 2025