বহু বছর পর পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী! স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল

বহু বছর পর আবার বাংলা সিরিয়ালের পর্যায় ফিরতে চলেছেন স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় নায়িকা। আসছে লীনা গাঙ্গুলীর (Leena Ganguly) নতুন সিরিয়াল। ম্যাজিক মোমেন্টসের হাত ধরে নতুন এই সিরিয়ালের নায়িকার চরিত্রে দেখা যাবে অপরাজিতা ঘোষ দাসকে (Aparajita Ghosh Das)। যাকে ‘এখানে আকাশ নীল’ সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে দেখেছেন।

‘এখানে আকাশ নীল’ থেকে শুরু করে ‘একদিন প্রতিদিন’, ‘কুসুমদোলা’, ‘কোজাগরি’, ‘এক্কাদোক্কা’র মত বহু সুপারহিট সিরিয়ালে অভিনয় করেছেন অপরাজিতা। সেই সঙ্গে একাধারে বিভিন্ন সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। শেষবার তাকে ‘এক্কাদোক্কা’ সিরিয়ালে নায়িকার দিদির ভূমিকায় দেখা গিয়েছিল। কিন্তু এবার তাকেই নায়িকা করে নতুন সিরিয়াল আনছেন লীনা গাঙ্গুলী। যে সিরিয়ালে থাকবে একাধিক চমক।

Aparajita Ghosh Das

লীনা গাঙ্গুলীর এই নতুন সিরিয়ালটি ম্যাজিক মোমেন্টসের হাত ধরে স্টার জলসাতে এই সম্প্রচার হবে। এই সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অপরাজিতা। আর পাঁচটা সিরিয়ালের তুলনায় একটু আলাদা হবে এই সিরিয়ালের গল্প। এখানে মধ্যবয়স্ক দুই নারী-পুরুষের সম্পর্ককে কেন্দ্র করে গল্প এগোবে। অপরাজিতার বিপরীতে থাকবেন জনপ্রিয় কোনও অভিনেতা। কে হবেন অপরাজিতার এই নতুন সিরিয়ালের নায়ক?

এমনিতে ছোট পর্দায় অপরাজিতার সঙ্গে ঋষি কৌশিকের জুটি খুবই পছন্দ করেন দর্শকরা। ‘একদিন প্রতিদিন’, থেকে শুরু করে ‘এখানে আকাশ নীল’, ‘কুসুম দোলা’তে তাদের জুটি দর্শকরা খুবই পছন্দ করেছিলেন। লীনা গাঙ্গুলীর একাধিক সিরিয়ালেই কাজ করেছিলেন দুজনে। এবারেও কি অপরাজিতা এবং ঋষির জুটির উপর ভর দেবেন লীনা? নাকি অপরাজিতার সঙ্গে দেখা যাবে নতুন কোনও নায়ককে? এই প্রশ্নের উত্তর এখনও রহস্যের আড়ালেই রয়েছে।

Aparajita Ghosh Das

ঋষি কৌশিক এই মুহূর্তে মুম্বাইতে শুটিং করছেন। সেখানকার জনপ্রিয় সিরিয়াল ‘ঝনক’ এ আপাতত ভিলেনের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। সেই সিরিয়াল ছেড়ে তিনি কি এখন বাংলা সিরিয়ালের নায়ক হতে আসবেন? সেটাও একটা প্রশ্ন। তবে অপরাজিতার এই কামব্যাকে খুবই খুশি তার ভক্তরা।

আরও পড়ুন : জি বাংলার ‘পরিনীতা’র নায়িকা আসলে কে? দেখুন নায়িকার আসল পরিচয়

Aparajita Ghosh Das

আরও পড়ুন : মা হতে চলেছেন নিম ফুলের মধুর এই অভিনেত্রী! শোনালেন সুখবর

অপরাজিতা ঘোষ দাস এর আগে সিরিয়াল ছাড়াও ‘ইতি শ্রীকান্ত’, ‘দ্রোণাচার্য’, ‘চলো লেটস গো’, ‘চৌরাস্তা’, ‘হাতে রইল পিস্তল’, ‘বাকিটা ব্যক্তিগত’, ‘একফালি রোদ’, ভেংচি, ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’-এর মত সিনেমায় অভিনয় করেন। ২০২৩-এ অভিমন্যু মুখোপাধ্যায়ের ‘কীর্তন’ নামে একটা ছবিতেও অভিনয় করেছিলেন অপরাজিতা। আর সিরিয়াল দুনিয়াতে ‘এক্কাদোক্কা’ ছিল তার শেষ কাজ। বর্তমান টিআরপির ইঁদুরদৌড়ের বাজারে অপরাজিতাকে নিয়ে লীনা গাঙ্গুলীর নতুন এক্সপেরিমেন্ট কতখানি ফল দেবে সেটা এখন দেখার।