টলিউড (Tollywood) -এর ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় মুখ অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। দু’দশকের বেশি সময় ধরে যুক্ত রয়েছেন অভিনয়ের সঙ্গে। ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ শেষ হয়েছে কিছু মাস হল। আর এবার স্টার জলসা (Star Jalsha) -র ‘জল থই থই ভালোবাসা’ (Jol thoi thoi vlobasa) ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে। কিন্তু অপরাজিতার পারিশ্রমিক নাকি আকাশছোঁয়া। চলুন জেনে নিই এই প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী।
জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা’ হতে চলেছেন স্টার জলসার কোজাগরী। ইতিমধ্যেই প্রথম ঝলক সামনে এসেছে। ২৫ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৭ দিন অর্থাৎ সোম থেকে রবি রাত ৯টায় দেখা যাবে এই সিরিয়াল। ‘জল থই থই ভালোবাসা’ মূলতঃ নারীকেন্দ্রিক কাহিনী। কাহিনীর মুখ্য চরিত্র কোজাগরী খুব অল্প বয়সেই বিয়ে হয়ে সংসার করতে আসে। একসময় তার কন্যা তোতার জন্ম হয়।
এদিকে পরবর্তীতে সংসার, সন্তান সবকিছু সামলে একসময় নতুন করে বাঁচতে চায় কোজাগরী। তার মেয়ে তোতা সমর্থন করে মাকে। মা-মেয়ের ভালোবাসার কাহিনী নিয়ে স্টার জলসার পর্দায় আসতে চলেছে ‘জল থই থই ভালোবাসা’। দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরতে পেরে যথেষ্ট উচ্ছ্বসিত অপরাজিতা। আর এসবের মধ্যেই প্রশ্ন উঠেছে অভিনেত্রীর পারিশ্রমিক নিয়ে।
কারন কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে অপরাজিতা আঢ্য অভিনীত চিনি ২ । আর সেই সময় অভিনেত্রীর একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল। যেখানে ছোট পর্দায় কবে ফেরা হবে সেই প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমাকে নিতে বড় বাজেট লাগে। যেহেতু আমাকে নিয়ে সিরিয়াল করা আর্থিক ভাবেও অনেকটা বড় জায়গা রাখে। আমাকে নিতে গেলে মানুষকে ভাবনা-চিন্তা করতে হয়। কারণ অর্থের একটা বড় জায়গা আছে।’
যা নিয়ে শুরু হয়েছিল অনেক বিতর্ক। আর এবার নিজের পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। তিনি জানালেন, ‘আমাকে প্রশ্ন করা হয়েছিল ধারাবাহিকে কেন ফিরছ না? আমার জবাব ছিল আমাকে নিতে গেলে তো গল্প নিয়ে ভাবতে হবে। চরিত্র নিয়ে ভাবতে হবে। আর্থিক বিষয়টাও আছে। তবে আমি তো বলিনি আমাকে নিতে গেলে অনেক টাকা দিতে হবে।’
আরও পড়ুন : টলিউডে নেই কাজ! সিনেমা ছেড়ে বাংলা সিরিয়ালে কাজ নিলেন টলিউডের এক নম্বর নায়িকা
আরও পড়ুন : দুর্গাপূজার ফিতে কাটলেই লাখপতি! পুজো উদ্বোধনে টলিউড তারকাদের কার কত দর জানেন?
এরপরেই তিনি বলেন, ‘ধরো বুম্বাদাকে নিয়ে কোনও কাজ করলাম, সেক্ষেত্রেও তো প্রথমেই আমাকে গল্পটা নিয়ে ভাবতে হবে। সেই সঙ্গে আর্থিক বিষয়টাও আছে। এটাই তো স্বাভাবিক। সিনিয়র শিল্পীকে নিয়ে কাজ করতে গেলে গল্পের বিষয়া যেমন যেমন গুরুত্বপূর্ণ, তেমনই আর্থিক স্বচ্ছন্দ্যের বিষয়টাও। তাকে তো আমি যা খুশি তাই দিতে পারি না। তবে এই কথাগুলোকে যদি ভুলভাবে পরিবেশন করা হয় তার দায় তো আমার নয়।’