“দশমীর মধ্যে ন্যায়বিচার না পেলে…!” সুপ্রিম নির্দেশের পর মুখ খুললেন অপরাজিতা আঢ্য

আর জি কর কাণ্ড কার্যত গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে। সাধারণ থেকে তারকা, সকলের কন্ঠে একটাই স্বর, ‘জাস্টিস ফর আরজিকর’! সামনেই আছে দুর্গাপুজো। অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করতে আসবেন মা দুর্গা। তাই সকলেই তার কাছে বিচার চাইছেন আরজি করের নির্যাতিতার জন্য। টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্যও (Aparajita Auddy) অপেক্ষা করছেন সেই দিনটার জন্য।

সম্প্রতি মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। সোমবার সুপ্রিম নির্দেশের পর তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আবার কাজে ফেরার কথা বলেন। এবং সেই সঙ্গে যারা সাধারণ মানুষ, আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে ‘উৎসবে ফেরা’র অনুরোধ করেছেন তিনি। বলেছেন, “এক মাস হল, পুজোতে ফিরুন, উৎসবে ফিরুন।” আর তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক।

APARAJITA AUDDY

‘উৎসবে ফেরা’ নিয়ে সোশ্যাল মিডিয়াতে উঠে আসছে নানা মত। নেট নাগরিকরা এর তীব্র বিরোধিতা করছেন। বিচার না পাওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়তে রাজি নন। সম্প্রতি অপরাজিতা আঢ্যও এই প্রসঙ্গে মুখ খুলেছেন। আনন্দবাজার অনলাইনকে তিনি জানিয়েছেন এই বছর অন্তত উৎসবে ফেরার কথা তিনি ভাবতেই পারছেন না।

অপরাজিতা বলেছেন তিনি এদিনের সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে ছিলেন। অনেক কিছু প্রত্যাশা ছিল তার মধ্যে। কিন্তু সেই প্রত্যাশা তার পূরণ হলো না। দুপুরের পর থেকেই তিনি হতাশ হয়ে পড়েছেন। তিনি বলেছেন, “আজ খুব কষ্ট পেয়েছি। আমি আশায় বুক বেঁধেছিলাম। ভেবেছিলাম আজ ইতিবাচক কিছু দেখতে পাব। আমি খুব আবেগপ্রবণ মানুষ। নির্যাতিতার বাবা-মায়ের কেমন লাগছে, তা আমি ভাল ভাবেই বুঝতে পারছি। মেয়েটির উপর পাশবিক অত্যাচার হয়েছে। এই ঘটনায় জড়িত প্রত্যেকের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত আমি পুজো, উৎসব, আনন্দ এগুলি কিছুই ভাবতে পারছি না।”

Aparajita Auddy

অপরাজিতার কথায়, প্রত্যেক বছর তিনি নবমী পর্যন্ত কাজ নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু দশমীটা তার কাছে পুজোর আনন্দের দিন। পাড়ার প্রত্যেক মহিলা এবং পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ঐ দিন দুর্গা প্রতিমা বরণ করতে যান। কিন্তু এবার তিনি ভাবতেই পারছেন না। পুজো উৎসব এসব কিছু তার মাথাতেই আসছে না। তবে তিনি কাজটা চালিয়ে যাবেন। তৃতীয়া থেকে নবমী পর্যন্ত তিনি কাজ করেন। দশমীর দিন বরণ করেন, নাচতে নাচতে বিসর্জনে যান। কিন্তু এবার দশমীর আগে সুবিচার না পাওয়া গেলে তিনি মাকে বরণ করবেন না। এমনকি পুজোর বাজারও করবেন না।

আরও পড়ুন : প্রতিটা মেয়েই বিকৃত কামনার শিকার! নিজের অভিজ্ঞতা শুনিয়ে বিস্ফোরক ঝিলম গুপ্ত

Aparajita Auddy

আরও পড়ুন : রাতে হোটেলে ডেকে যৌন হেনস্থা! বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী দেবলীনার

বড়দের শুধু নয়, অপরাজিতা মনে করেন এই আন্দোলনের গুরুত্ব প্রত্যেকটা শিশুরও বোঝা উচিত। যে কারণে তিনি ছোটদের জন্য কিছু কেনাকাটা করবেন না বলে ঠিক করেছেন এই বছর। অপরাজিতা শুধু একা নন, আরো অনেক তারকা এই বছরের দুর্গা পূজোর দিকে তাকিয়ে রয়েছেন। তাদের আশা মা দুর্গা নিশ্চয়ই অপরাধীদের শাস্তি দেবেন। সুবিচার পাবে তিলোত্তমা। উৎসবের আগে এবার মন খারাপ সবার।