টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) বাংলা সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ। একটা সময় ধারাবাহিকভাবেই ধারাবাহিকে কাজ করতেন তিনি। কিন্তু স্টার জলসার ‘জল নুপুরের’ পর দীর্ঘ বেশ কয়েক বছরের বিরতি নিয়ে নিয়েছিলেন অপরাজিতা। এই সময়টা তিনি বাংলা ছবির কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। এরপর ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar) তাকে আবার নতুন সুযোগ দেয়।
এই বছরের ফেব্রুয়ারি মাসেই জি বাংলার পর্দায় শুরু হয়েছিল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের সম্প্রচার। আর পাঁচটা সিরিয়ালের তুলনায় এই গল্পের বিষয়বস্তু ছিল একেবারেই আলাদা। এখানে মাঝ বয়সী লক্ষ্মী কাকিমাই হলেন ধারাবাহিকের মুখ্য চরিত্র। যার একমাত্র স্বপ্ন ছিল নিজের মুদিখানার ব্যবসার বিস্তার ঘটানো।
শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত লক্ষ্মী কাকিমা সুপারস্টারের টিআরপি বেশ ভালই ছিল। সেরা দশের তালিকাতে অপরাজিতা আঢ্যের সিরিয়াল প্রতিবারই ভাল ফলাফল করেছে। তবে বর্তমানে বাংলা সিরিয়াল গুলো যেভাবে তাড়াতাড়ি বন্ধ করে দেওয়ার হিড়িক পড়েছে তাতে লক্ষ্মী কাকিমাও নতুন বছরে পা রাখার আগেই বন্ধ হয়ে গেল।
তবে লক্ষ্মী কাকিমা সুপারস্টার বন্ধ হয়ে গেলেও অপরাজিতা আঢ্য দর্শকদের জন্য একটা দারুণ সুখবর শুনিয়েছেন। বর্তমানে একটি সিরিয়াল বন্ধ হয়ে গেলে পরে আরেকটি সিরিয়ালের জন্য খুব বেশিদিন অপেক্ষা করে থাকতে হয় না তারকাদের। লক্ষ্মী কাকিমা বন্ধ হওয়ার খবর দিয়ে এমনটাই জানিয়েছিলেন অপরাজিতা। এবার নতুন খবরে তিনি জানিয়েছেন তার ফিরে আসার নতুন খবর।
খুব শিগগিরই আবার বাংলা ছোট পর্দায় ফিরতে চলেছেন অপরাজিতা আঢ্য। সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় অপরাজিতা এই বিষয়ে মুখ খুলে বলেন তিনি আগে যেমন ৪-৫ বছরের জন্য বাংলা ছোট পর্দা থেকে বিরতি নিয়েছিলেন তেমনটা এখন আর করবেন না। খুব শিগগিরই আবার তাকে নতুন কোনও সিরিয়ালে দেখা যাবে।
অভিনেত্রী জানিয়েছেন, “আমি কয়েক মাসের মধ্যেই আবার ছোট পর্দায় ফিরব। মাঝে যে ছোট পর্দা থেকে পাঁচ বছরের বিরতি নিয়েছিলাম, এবার আর তেমনটা করব না। তিন চার মাসের মধ্যেই ফিরবো নতুন সিরিয়ালে আশা করছি।” তবে আপাতত জি বাংলার নতুন গেম শো ‘ঘরে ঘরে জি বাংলা’তে ইন্দ্রানী হালদারের সঙ্গে মাঝে মাঝে সঞ্চালিকা হিসেবে দেখা যাবে তাকেও। তাই ছোট পর্দা থেকে এখনই বিরতি নিচ্ছেন না তিনি।