বর্তমানে স্টার জলসার জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে একটি হলো অনুরাগের ছোঁয়া। বিগত প্রায় এক বছর ধরে টিআরপিতে দারুণ ফলাফল করে এসেছে সিরিয়ালটি। কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে ক্রমে সিরিয়ালের টিআরপি নামছে। এই সপ্তাহে তো সেরা পাঁচ থেকেও বেরিয়ে গেল সূর্য-দীপারা। সোশ্যাল মিডিয়াতেও দর্শকদের একাংশ সিরিয়াল বন্ধের দাবি তুলছেন। কী হতে চলেছে অনুরাগের ছোঁয়ার ভবিষ্যৎ?
করোনার পর থেকেই দেখা যাচ্ছে টিআরপি কমলেই নতুন-পুরনো নির্বিশেষে যে কোনও সিরিয়াল যেকোনও সময়ে বন্ধ করে দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। অনুরাগের ছোঁয়া একসময় টিআরপি টপার ছিল, মাসের পর মাস এই অবস্থান বজায় থেকেছে। কিন্তু হালফিলে গল্পের প্লট পরিবর্তন হওয়াতে দর্শকদের একাংশ বেশ ক্ষুন্ন হয়েছেন।
বিশেষ করে সূর্য এবং দীপার মধ্যে সবকিছু মিটমাট হয়ে গিয়েও যখন আবারও মিশকা তাদের সম্পর্কের মধ্যে এসে দাঁড়ায়, সেই সঙ্গে মিশকার সন্তানের প্রতি লাবণ্য এবং সূর্য অতিরিক্ত স্নেহ দেখাতে শুরু করে তখন তা মোটেই পছন্দ হয়নি দর্শকদের একাংশের। বারবার সূর্য-দীপার বিচ্ছেদ দেখতে দেখতে বিরক্ত দর্শকদের একাংশ তাই সিরিয়াল বন্ধের ডাক দিচ্ছেন। তারই প্রতিফলন দেখা দিচ্ছে টিআরপিতেও।
শ্বশুরবাড়িতে বারবার অপমানিত হয়ে সোনা এবং রূপাকে নিয়ে দীপার বেরিয়ে আসা এবং আত্মসম্মানের সঙ্গে একা বাঁচতে চাওয়ার লড়াইটা সমর্থন করছেন দর্শকরা। এরই মধ্যে গল্পে নতুন হিরোর এন্ট্রি হয়েছে যার নাম অর্জুন। দর্শকদের অনুমান, সূর্যকে শিক্ষা দিতে দীপা এবার অর্জুনের সঙ্গে নতুন সংসার শুরু করবে!
আরও পড়ুন : টিআরপিতে টপে, তবুও শেষ হয়ে যাচ্ছে জগদ্ধাত্রী? আসছে নতুন সিরিয়াল?
তবে ঘুরিয়ে ফিরিয়ে গল্পে সেই একই বিষয়বস্তু দেখতে দেখতে দর্শকরা যেন ক্রমশ আগ্রহ হারিয়ে ফেলছেন। এত বছর পর মিল হল সূর্য-দীপার, দুই মেয়েকে নিয়ে যখন তারা সবে একটু সুখের মুখ দেখতে শুরু করেছে তখনই আবার নতুন এই ঝামেলা এসে উপস্থিত। টিআরপি তোলার জন্য গল্পে টুইস্ট আসবেই। কিন্তু অনুরাগের ছোঁয়ার নতুন টুইস্টে ক্রমশ টিআরপি তলানিতে নামছে।
আরও পড়ুন : মেলেনি দাম্পত্য সুখ, ছেলেরাও দেখে না! ভীষণ কষ্টের জীবন শিমুলের শাশুড়ি মধুবালার
আরও পড়ুন : বাংলা সিরিয়ালের নায়িকারা কে কত টাকা পায়? কার পারিশ্রমিক সবথেকে বেশি?
এদিকে টিআরপির এই পতন দেখে ভক্তরা প্রমাদ গুণতে শুরু করেছেন মনে মনে। তবে না, গল্প যেদিকে এগোচ্ছে তাতে এখনই আশঙ্কা করার কোনও কারণ নেই। কারণ অনুরাগের ছোঁয়া আসলে একটি বাংলা রিমেক সিরিয়াল। আসল এবং সর্বপ্রথম ছিল মালায়ালাম ধারাবাহিক কারুথামুথু। এই সিরিয়ালটি ৫ বছর অব্দি চলেছিল। সেই হিসেবে গল্পে এখনও অনেক কিছুই দেখানো বাকি। তবে টিআরপি কম থাকলে বাংলাতে এই সিরিয়ালের গল্প কতদূর এগোনো যাবে সেটাই এখন দেখার।
আরও পড়ুন : অবাঙালি হয়েও বাংলা সিরিয়ালের নায়ক, গীতা LLB -র নায়ক আসলে কে?