বর্তমানে স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলার একাধিক সিরিয়ালের (Bengali Mega Serial) ভিড়ে দর্শকদের প্রথম পছন্দের স্থান দখল করে নিয়েছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। স্টার জলসার এই সিরিয়ালটি এখন টিআরপি টপার। সেই সঙ্গে দর্শকদের মন জয় করে নিচ্ছে প্রত্যেক এপিসোডে। বিশেষ করে সোনা এবং রূপা আসার পর থেকে ধারাবাহিকটি প্রতি দর্শকদের আগ্রহ চড়চড়িয়ে বেড়েছে।
শীঘ্রই ধারাবাহিকে একটা নতুন মোড় আসতে চলেছে। এরই মধ্যে অনুরাগের ছোঁয়ার নতুন প্রোমো দেখে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে সোনা-রূপা এবং সূর্য-দীপা সকলে মিলে দার্জিলিং ট্যুরে যাচ্ছে। তাদের এই সফরের সঙ্গী হচ্ছে মিশকাও। কুচুটে মিশকাকে সোনা এবং রূপা দুচোখে সহ্য করতে পারে না।
মিশকার ষড়যন্ত্রের শাস্তি এ পর্যন্ত না মিললেও কার্যত তাকে উচিত শিক্ষা দেয় সোনা ও রূপা। সোনা তার উপর সবসময় নজর রাখে আবার রূপা তো বস্তির মহিলাদের দিয়ে একবার তাকে গণধোলাই খাওয়াতে গিয়েছিল। খুব শীঘ্রই এবার গল্পে সেরকমই আরেকটি ট্র্যাক আসবে। সোনা-রূপার কাছে আবার উচিত শিক্ষা পাবে মিশকা।
মিশকা যখন জানতে পারে দীপাও তাদের সঙ্গে এই সফরে দার্জিলিং যাচ্ছে তখন সে রাগে অন্ধ হয়ে যায়। দীপাকে দার্জিলিংয়েই শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে সে। কিন্তু দুই মেয়ে থাকতে দীপার আর চিন্তা কিসের। তারা মিশকাকে উচিত শিক্ষা দেয়। ট্রেনের বাথরুমের মধ্যে তাকে আটকে রেখে দেয় তারা।
ধারাবাহিকের আসন্ন পর্বে দেখানো হবে দীপাকে সোনার থেকে দূরে রাখার জন্য মিশকা পাহারা দেওয়ার দায়িত্ব নেবে। এদিকে সে বাথরুমে ঢুকতেই সোনা ও রূপা বাথরুমের দরজা বাইরে থেকে আটকে দিয়ে তাকে সেখানে আটকে রেখে দেয়। ‘পচা আন্টি’কে এভাবেই উপযুক্ত শিক্ষা দিতে চলেছে তারা।
মিশকা ষড়যন্ত্র করে দীপাকে সূর্যর থেকে আলাদা করে দিয়েছে ঠিকই কিন্তু প্রত্যেকবার তার পরিকল্পনা ভেস্তে দিয়ে মুখোমুখি হয় সূর্য-দীপা। যেদিন তার ষড়যন্ত্রের কথা ধরা পড়বে সেদিন সূর্য ও দীপার মধ্যে দূরত্ব ঘুচে যাবে। দুই মেয়েকে নিয়ে আবার একসঙ্গে সংসার করতে পারবে তারা। আপাতত মিশকাকে শাস্তি দেওয়ার এই মজার এপিসোড মিস করবেন না যেন।