শুধু বাংলা নয়, এবার আন্তর্জাতিক স্তরে মুক্তি পেল অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। ইংরেজি ভাষাতে বিদেশে মুক্তি পেল অনুরাগের ছোঁয়ার ডাবিং সিরিয়াল। বাংলা তথা দেশের গণ্ডি পেরিয়ে ইন্টারন্যাশনাল সম্প্রচারে রীতিমত উচ্ছ্বসিত সিরিয়ালের কলাকুশলীরা। সোশ্যাল মিডিয়াতে এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত এবং জয় ওরফে প্রারব্ধি সিংহ।
এর আগেই হিন্দিতে এই বাংলা সিরিয়ালের ডাবিং সম্প্রচার হয়েছে। এখানেও বেশ ভালো সাড়া পায় অনুরাগের ছোঁয়া। এবার ইংরেজিতেও ডাব করা হল এই সিরিয়ালটিকে। মুক্তি পেল সাউথ আফ্রিকায়। সাউথ আফ্রিকাতে বর্তমানে অনুরাগের ছোঁয়া দর্শকদের সবথেকে প্রিয় সিরিয়াল। আফ্রিকাতে এই ধারাবাহিকের নাম দেওয়া হয়েছে ‘ইউ হ্যাভ মাই হার্ট’। এর আগে জি বাংলার মিঠাই সিরিয়ালটিকেও এইভাবে আন্তর্জাতিক স্তরে রিলিজ করা হয়েছিল। অনুরাগের ছোঁয়ার হিরো, দিব্যজ্যোতি দত্ত খুবই খুশি তাদের সিরিয়ালের এমন সাফল্যে।
ইতিমধ্যেই আফ্রিকান দর্শকদের থেকেও মেসেজে প্রচুর ভালোবাসা পেতে শুরু করেছেন অভিনেতা। আফ্রিকাতে সিরিয়ালকে ড্রামা বলা হয়। ওখানকার দর্শকরা দিব্যজ্যোতিকে জানাচ্ছেন বাংলার এই ড্রামা তাদের খুব পছন্দ হয়েছে। বাংলাতে বরাবরই অনুরাগের ছোঁয়া সিরিয়ালের টিআরপি চড়া। প্রায় তিন বছরের বেশি সময় ধরে সগর্বে সম্প্রচারিত হচ্ছে বাংলার সবথেকে পুরনো এই সিরিয়াল। তবুও জনপ্রিয়তা এতটুকু কমেনি।
আরও পড়ুন : কেন কেউ দেখছে না মিত্তির বাড়ি? পেছনে লুকিয়ে রয়েছে কোন কারণ?
View this post on Instagram
আরও পড়ুন : আর নয় বাংলা সিরিয়াল! বাংলা ছেড়ে হিন্দি সিরিয়ালে পা রাখলেন স্টার জলসার এই অভিনেত্রী
সংবাদ মাধ্যমের কাছে সম্প্রতি দিব্যজ্যোতি জানিয়েছেন, “ওরা ধারাবাহিককে ড্রামা বলে। জানি না অতীতে কোনও বাংলা ধারাবাহিকের এমন ডাবিং হয়েছে কি না, তবে আমার কাছে সত্যি এ এক বিশাল প্রাপ্তী। প্রথম-প্রথম আমিও অবাক হয়েছিলাম। সত্যি আফ্রিকাতে দেখছেন সকলে? অনেক মেসেজ পাচ্ছি, মনে প্রশ্ন জেগেছিল। তারপর দেখি সোশ্যাল মিডিয়ায় অনেকেই আমায় ইনবক্স করছেন, জানাচ্ছেন এই ড্রামা তাঁদের ভাল লাগছে। তাঁদের প্রফাইল খুঁজে দেখেছি সত্যি তাঁরা আফ্রিকার বাসী। অভিনেতা হিসেবে এটাই তো চাওয়া। সত্যি বলতে বিশাল কিছু আশা কখনও-ই করি না। শুধু নিজের সেরাটা দর্শকদের উপহার দিতে চেয়েছি বরাবর। এটা আমার গোটা টিমের সাফল্য। সত্যি খুব ভাল লাগছে। দর্শকদের ভালবাসাই আমাদের কাছে আশীর্বাদ। সেটা যদি দেশের গণ্ডি পেরিয়ে এভাবে ছড়িয়ে পড়ে, তাহলে আনন্দ তো হবেই। সেই ভাললাগা থেকেই পোস্ট করা।”