এক রাতের জন্য কত টাকা নেন? অশ্লীল মেসেজের জবাবে ধুয়ে দিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র

বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তাকে স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে। অনুরাগের ছোঁয়াতে দীপার শাশুড়ি মা লাবণ্য চরিত্রটিতে অসাধারণ অভিনয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। তাকেই কিনা কাজের টোপ দিয়ে দেওয়া হল কুপ্রস্তাব!

সম্প্রতি এক বাঙালি ব্যবসায়ীর সঙ্গে রাত কাটানোর কুপ্রস্তাব পেয়েছেন রূপাঞ্জনা। হোয়াটসঅ্যাপে কাজ নিয়ে কথা বলার সময় সরাসরি তাকে তার রেট জানতে চাওয়া হয়। সমাজ মাধ্যমে এই বিষয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন অভিনেত্রী। মৃন্ময় নামের কোনও এক ব্যক্তি রূপাঞ্জনার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে বিষয়টা ইন্ডাস্ট্রির অনেক গভীর পর্যন্ত বিস্তৃত বলে অভিযোগ করেছেন অভিনেত্রী।

Rupanjana Mitra

রূপাঞ্জনা বলেছেন তাকে শুধু একা নয়, ইন্ডাস্ট্রিতে এরকম অনেককেই এমন প্রস্তাব দেওয়া হয়েছে। এটাকে একটা চক্র বলে মনে করছেন অভিনেত্রী। তিনি আনন্দবাজারের কাছে বলেছেন, “এই প্রস্তাবটা পাঠানো হয় আমার কাজের ক্ষেত্রে ব্যবহৃত নাম্বারে। এই দালালবৃত্তি যে কোন জায়গায় পৌঁছেছে সেটা ভাবা যায় না। আমি আর কড়া পদক্ষেপ নেব। আসলে এর পিছনে কোনও চক্র জড়িয়ে রয়েছে কিনা সেটা জানা দরকার।”

অভিনেত্রী জানিয়েছেন মৃন্ময় নামের ওই ব্যক্তি কাজের অছিলা দিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিলেন। কাজটা কী, জানতে চাইলে ওই ব্যক্তি রূপাঞ্জনাকে বলেন এক ব্যবসায়ীর সঙ্গে তাকে সময় কাটাতে হবে। তাকে তার পারিশ্রমিক জানতে চাওয়া হয়। এতে ভীষণ অপমানিত বোধ করেন রূপাঞ্জনা।

রূপাঞ্জনা এরপর ভীষণ রেগে রেগে গিয়ে এই সম্পূর্ণ কথোপকথনের স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়াতে তা পোস্ট করে দেন। সেই সঙ্গে তিনি নিজের মতামত প্রকাশ করেন। ‘দালাল’ ইন্ডাস্ট্রি নিয়ে এর আগেও তিনি সরব হয়েছিলেন। ইন্ডাস্ট্রির অন্দরে এরকম দালালি চলে বলে তিনি আগেও অভিযোগ করেছিলেন। অভিযোগ তুলেছিলেন একদল উঠতি নায়িকা এবং তাদের সুগার ড্যাডিদের বিরুদ্ধে।

RUPANJANA MITRA 1

রূপাঞ্জনা বলেছেন ইন্ডাস্ট্রির এই প্রলোভনের শিকার হচ্ছেন উঠতি নায়িকারা। ১৭-১৮ বছর বয়সে যারা এখানে কাজ করতে আসছেন তারা এই ফাঁদে পা দিয়ে ফেলছেন। এটা শুধু টলিউডে নয়, ঘটছে সর্বত্রই। এটাকে একটা প্রজন্মের ক্ষতি বলে মনে করেন অভিনেত্রী।