আর নয় সিনেমা, পাকাপাকিভাবে বলিউড থেকে বিদায় নিলেন অনুরাগ কাশ্যপ। কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ পরিচালক। কিন্তু কেন? সম্প্রতি বলিউডের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে চিরতরে পরিচালনা থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন ইন্ডাস্ট্রির অন্যতম শ্রেষ্ঠ এই পরিচালক। আর বলিউড নয়, এবার থেকে তিনি শুধু দক্ষিণী সিনেমা বানাবেন। কেন হঠাৎ এরকম সিদ্ধান্ত নিলেন তিনি?
কেন বলিউড ছাড়লেন অনুরাগ কাশ্যপ?
অনুরাগ কাশ্যপের মতে বলিউড এখন টক্সিক হয়ে গিয়েছে। সবাই ৫০০ থেকে ৮০০ কোটি টাকার ব্যবসা চাইছে। এর ফলে হারিয়ে যাচ্ছে সৃজনশীলতা। দক্ষিণের টুকে টুকে সিনেমা বানাতে অভ্যস্ত হয়ে পড়ছে বলিউড। বলিউডের চরম সমালোচনা করে অনুরাগ বলেন মঞ্জুম্মেল বয়েজেরর মত দক্ষিণী সিনেমার চিত্রনাট্য নিয়ে কোনও হিন্দি সিনেমা তৈরি হবে না। তারা বড়জোর রিমেক বানাবে।
সম্প্রতি একটি সাক্ষাৎকার দিতে গিয়ে অনুরাগ বলেন, “আজকাল বলিউডে ছবি তৈরির যে মজাটা সেটাই হারিয়ে গিয়েছে। এখনকার প্রযোজকেরা ছবি তৈরির আগে সেটাকে বেচবে কীভাবে এবং কত ভাবে, সেই হিসাব কষা শুরু করে দেন! এখানকার এই তো মানসিকতা। এসব দেখে এককথায় আমি তিতিবিরক্ত! আরও একটা উদাহরণ দিই এখানকার ছবি নির্মাতাদের চিন্তাভাবনার। ‘মনজুম্মেল বয়েজ’ এর মতো চিত্রনাট্য নিয়ে কোনও হিন্দি ছবি তৈরি হবে না। কিন্তু সেই ছবি-ই যখন দারুণ সাড়া ফেলে তখন বলি-প্রযোজকেরা আমার সঙ্গে জিজ্ঞেস করে জানতে চান সেই ছবির নির্মাতাদের সঙ্গে আমার আলাপ-পরিচয় আছে কি না? কারণ ওই ছবির স্বত্ব কিনে তাহলে একটা রিমেক বানানো যাবে! এই তো অবস্থা।”
আরও পড়ুন : পেটে মদ পড়লেই অন্য মানুষ! রাজেশ খান্নার সব অত্যাচার ফাঁস করে দিলেন লিভ ইন পার্টনার
আরও পড়ুন : বিনা চিকিৎসায় মারা যান বাবা! কেন বাবাকে দেখেননি ঋতাভরী চক্রবর্তী?
ছবি তৈরীর আগেই সেটিকে বেচার পরিকল্পনা শুরু করে দেন বলিউড প্রযোজকরা। বর্তমান এই ট্রেন্ড দেখে অনুরাগ খুবই বিরক্ত হয়েছেন। তাই তিনি বলিউডে আর সিনেমা না বানানোর সিদ্ধান্ত নিয়েছেন ফেলেছেন। তার মতে বলিউড এখন ধ্বংসের দিকে। যেন এক ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় শামিল হয়েছে বলিউড। রাগে ও ঘেন্নায় তিনি মুম্বাই ছেড়ে বেঙ্গালুরুতে চলে গেলেন পাকাপাকিভাবে। এবার থেকে তিনি সেখানেই থাকবেন। সেখানকারই সিনেমা বানাবেন। অনুরাগ কাশ্যপ অনেক ভালো ভালো সিনেমা দিয়েছেন বলিউডকে। তার হাত ধরে আগামী দিনে কী কী দক্ষিণী সিনেমা বেরোবে সেটাই এখন দেখার।