পিয়াকে নিয়ে এই বিখ্যাত গানটি লিখেছিলেন অনুপম, শুনলে আপনার চোখে আসবে জল

পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং পিয়া চক্রবর্তীর (Piya Chakraborty) বিয়ের খবর জানাজানি হওয়ার পর থেকেই অনুপমের সঙ্গে নিজেদের একাত্মভাবে মিলিয়ে নিতে পেরেছেন কখনো না কখনো প্রেমের ছ্যাকা খাওয়া পুরুষরা। অনুপমকে সান্তনা দিয়ে তার ইনবক্স ভরিয়ে দিয়েছেন সকলে। প্রাক্তন স্ত্রীর বিয়ে নিয়ে কোন মন্তব্য না করলেও অনুপম রায়ের (Anupam Roy) গানের মাধ্যমেই যেন বারবার উঠে আসছে তার যন্ত্রণার কথা। এবার অনুপমের গাওয়া আরো একটি গানের প্রসঙ্গ উঠে এলো সোশ্যাল মিডিয়ায়।

২০১৫ সালে অনুপম এবং পিয়ার ৬ বছরের সম্পর্কের ইতি হয়। যদিও এটি অনুপমের দ্বিতীয় বিবাহ বিচ্ছেদ ছিল। অনুপমের থেকে আলাদা হওয়ার পর পরমের সঙ্গে পিয়ার সম্পর্ক গড়ে উঠেছে এমনটাই শোনা গিয়েছিল সর্বত্র। গত ২৭ নভেম্বর পরমব্রত চট্টোপাধ্যায়ের পাশে পিয়া চক্রবর্তীকে দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন সকলে। গুজব যে একেবারে সত্যি ছিল তা প্রমাণ হয়ে যায় এই বিয়ের খবর শুনে। তবে এর মাঝেই অনুপমের প্রত্যেকটি গান একের পর এক উঠে আসছে আলোচনার শিরোনামে।

anupam and piya

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চতুষ্কোণ’- এর ‘বোবা টানেল’ গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। এই গানটি নাকি প্রাক্তন স্ত্রী পিয়াকে নিয়ে লিখেছিলেন অনুপম। জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মের একটি অনুষ্ঠানে গান গাইতে এসে সঞ্চালকের সঙ্গে কথোপকথনের সময় এই কথা বলতে শোনা যায় অনুপম রায়কে। আইকনিক স্টাইলে গিটার হাতে ‘বোবা টানেল’ গানটি গাওয়ার পর যখন সঞ্চালক অনুপম রায়কে প্রশ্ন করেন, কার কথা মনে করে এই গানটি গেয়েছেন আপনি? প্রশ্নের উত্তরে অনুপম জানিয়েছিলেন, আপাতত সে আমার স্ত্রী। খুব আশ্চর্যজনকভাবে এই সিনেমায় ছিলেন পিয়ার বর্তমান স্বামী পরমব্রতও।

শুধু বোবা টানেল গানটি নয়, পরমব্রতর বিয়ের খবর শোনার পর অনুপমের প্রায় প্রত্যেকটি গানেই যেন কষ্টের ছোঁয়া দেখতে পাচ্ছেন নেটিজেনরা। এর আগেও অপুর সংসার নামক একটি চ্যাট হতে এসে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনের সময় উঠে আসে ‘প্রাক্তন’ সিনেমার তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, গানটি। এই গানটি অনুপম যে তার প্রাক্তন স্ত্রীকে উদ্দেশ্য গিয়েছেন তা অপুদার সামনেই স্বীকার করেন সংগীত শিল্পী। সেই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় এখন বেশ ঘোরাফেরা করছে।

ANUPAM ROY AND PIYA CHAKRABORTY MARRIAGE

আরও পড়ুন : বিয়ের আগে এই ৫ অভিনেত্রীর সঙ্গে ফষ্টিনষ্টি করেছেন পরমব্রত চ্যাটার্জি

সম্প্রতি দেব এবং সৌমিতৃষা কুন্ডু অভিনীত ‘প্রধান’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে যেখানে অনুপমের একটি গানের কিছুটা অংশ শোনা গেছে। তাই ফিরে এসো তাসের ঘর হয়ে, গানটির মধ্যেও যেন বেদনার সুর বেজে উঠেছে বারবার। গানটি শুনে চোখের জল ধরে রাখতে পারেননি নেটিজেনরা।

আরও পড়ুন : ‘ঠাস করে চড় মারতে ইচ্ছে হয়’! পরম-পিয়ার বিয়ে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা মুখার্জী

ANUPAM ROY AND PIA CHAKRABORTY

আরও পড়ুন : কেন ভেঙেছিল অনুপম-পিয়ার সংসার? অবশেষে প্রকাশ্যে এল আসল কারণ

অনুপমের গাওয়া গানের লাইনের মধ্যে লুকিয়ে থাকা প্রত্যেকটি কষ্ট যেন মন ছুঁয়ে যাচ্ছে। শুধু এই গানটিই নয়, দশম অবতার সিনেমার ‘আমি সেই মানুষটা আর নেই’, গানটিও যেন অনুপম লিখেছেন তার বেদনার বালুচর থেকে। অনুপমের গান চিরকালই আলাদা মাত্রা এনে দেয় আমাদের মনে তবে এবার থেকে যখনই তার গান আমরা শুনবো তখনই হঠাৎ করে চোখের সামনে ভেসে উঠবে তাড়াতাড়ি ভিলেন হয়ে যাওয়া পরমব্রতর মুখ। পক্ষে-বিপক্ষে যাই কথা হোক না কেন এই ঘটনাটিকে হয়তো অনেকেই মন থেকে কোনদিন মেনে নিতে পারবেন না।

আরও পড়ুন : “ভাগ্যিস আমাদের বিয়েটা হয়েছিল!” পিয়া-পরমের বিয়ে প্রসঙ্গে গর্জে উঠলেন আবির চ্যাটার্জীর স্ত্রী