Prashmita Paul Songs: কোন কোন হিট গান গেয়েছেন প্রশ্মিতা পাল? দেখুন তালিকা

Prashmita Paul Songs

প্রশ্মিতাকে আসলে টলিউডে গান গাওয়ার প্রথম সুযোগ করে দেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। পরিচালক রাজ চক্রবর্তীর ‘বোঝেনা সে বোঝেনা’ ছবি মুক্তি পেয়েছিল ২০১২ সালে। সেই ছবিতে ‘সাজনা’ গানটি ছিল তারই গাওয়া। এরপর রাজ চক্রবর্তী তাকে ‘বরবাদ’ ছবিতেও গান গাওয়ার সুযোগ করে দেন। এই ছবিতে ‘পারবো না আমি ছাড়তে তোকে’ এবং ‘আসো না’ গান দুটি তারই গাওয়া।

PRASHMITA PAUL

এখানেই শেষ নয়। এরপর আরও একাধিক ছবিতে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন প্রশ্মিতা। তার মধ্যে ‘কন্ঠ’, ‘পোস্ত’ উল্লেখযোগ্য। ‘শুধু তোমারই জন্য’ সিনেমাতে ‘দেখতে বউ বউ’ গানটি বেশ জনপ্রিয়তা পায়। এই গানটিও অনুপম রায়ের হবু স্ত্রীর গাওয়া। ‘বলো দুগ্গা মাইকি’ ছবিতে ‘হতে পারে না’ গানটি তিনি গেয়েছিলেন।

Hits of Prashmita Paul

অনুপম রায়ের সঙ্গেও কাজ করেছেন প্রশ্মিতা। তারা ব্যক্তিগতভাবে একে অপরকে ১০ বছর ধরে চেনেন। ‘হাইওয়ে’ ছবিতে অনুপমের সুরের গান ‘তোমায় নিয়ে গল্প হোক’ গেয়েছেন প্রশ্মিতা। ‘কাঠমান্ডু’ ছবিতে ‘মন আমার’ গানটি অনুপমের সুরের। এই গানে গলা মিলিয়ে ছিলেন অনুপম ও প্রশ্মিতা। ‘বেলা শেষে’ ছবিতেও রয়েছে তার গাওয়া গান।

আরও পড়ুন : অনুপম রায়ের প্রথম স্ত্রী কে? ফাঁস হল পরিচয়

Prashmita Paul

ছবি ছাড়াও বাংলা ধারাবাহিকে নিয়মিত শোনা যায় প্রশ্মিতার গলা। তিনি ‘উড়ান’ বাংলা ব্যান্ডের প্রধান গায়িকা এখন। গানের সুবাদে ২০১৪ সালে সেরা কন্ঠশিল্পির জন্য রেডিও মির্চি মিউজিক অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছিলেন। অনুপম রায়ের সঙ্গে বেশ কয়েক বছরের চেনাশোনা থাকলেও প্রশ্মিতার সঙ্গে নাকি তার প্রেমের সম্পর্ক গত এক বছরের।

আরও পড়ুন : অনুপম রায়ের তৃতীয় স্ত্রী কে? কে এই প্রস্মিতা পাল?

Prashmita Paul And Anupam Roy

অনুপম ও পিয়ার ডিভোর্সের পর প্রশ্মিতা ও অনুপমের ঘনিষ্ঠতা বাড়ে। এক বছরের মাথাতেই বিয়ের সিদ্ধান্ত নিলেন তারা। প্রশ্মিতারও এর আগে বিয়ে হয়েছিল একজন ডাক্তারের সঙ্গে। তবে তাদের ডিভোর্স হয়ে যায়। আগামী মাসে রেজিস্ট্রি করে তাদের বিয়ের অনুষ্ঠানটি হবে। খুব বেশি ধুমধাম বা আয়োজন করে কিছু হবে না।