মিঠাইয়ের মিষ্টি আবার ফিরবে জি বাংলায়! কোথায় দেখা যাবে তাকে?

মিঠাই সিরিয়ালের মিষ্টিকে নিশ্চয়ই ভুলে যাননি আপনি? দুষ্টু-মিষ্টি সেই ছোট্ট মেয়ে তার অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিল রাতারাতি। বয়স তার মাত্র পাঁচ বছর। এরই মধ্যে একটার পর একটা সিরিয়ালে অভিনয় করে ফেলেছে ছোট্ট অনুমেঘা কাহালি। মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাবুলিওয়ালা সিনেমাও করে ফেলেছে সে। এবার আবার ঘরের মেয়ে ঘরে ফিরবে। আবার জি বাংলাতে দেখা যাবে ছোট্ট অনুমেঘাকে।‌ কোন সিরিয়ালে জানেন?

অনুমেঘা কাহালির সিরিয়াল

জি বাংলা থেকেই অনুমেঘার উত্থান হয়েছিল। তাকে প্রথমবার বোধিসত্ত্বের বোধবুদ্ধি সিরিয়ালে দেখেছিলেন দর্শকরা। এরপর জি বাংলার মিঠাই সিরিয়ালে মিষ্টির চরিত্রে অভিনয় করেছিল সে। তারপর জি বাংলাতে নিম ফুলের মধু সিরিয়ালেও কিছুদিনের জন্য ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিল অনুমেঘা। তাকে শেষবার স্টার জলসাতে হরগৌরী পাইস হোটেল সিনেমাতে দেখেছেন দর্শকরা।

Anumegha Kahali

ডান্স বাংলা ডান্সের ছোট্ট সঞ্চালিকা অনুমেঘা কাহালি

এবার অনুমেঘা আবার ফিরলো জি বাংলাতে। তবে এখন আর কোনও সিরিয়ালে নয়, তাকে জি বাংলার নতুন রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের ছোট্ট সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে। বিগত ১০ বছর ধরে জনপ্রিয় এই রিয়েলিটি শো। প্রায় প্রত্যেক সিজনেই খুদে সঞ্চালিকারা থাকে এই অনুষ্ঠানে। যাদের জন্য বাড়তি অ্যাটেনশন পায় এই শো দর্শকদের থেকে। তাই এবার অনুমেঘার কাঁধে চেপেছে গুরুদায়িত্ব।

আরও পড়ুন : ডান্স বাংলা ডান্সের হাম্পটি আসলে কে, মিঠুন চক্রবর্তীর সঙ্গে হাম্পটির সম্পর্ক কি

 

View this post on Instagram

 

A post shared by Anumegha Kahali (@anumeghak)

আরও পড়ুন : কানে না শুনেও অসাধারণ নাচে ডান্স বাংলা ডান্সের পূজা! কীভাবে শিখল নাচ?

উল্লেখ্য ডান্স বাংলা ডান্সের এই অনুষ্ঠানে এবারেও মহাগুরুর আসনে থাকবেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজের অভিজ্ঞতা ইতিমধ্যেই হয়েছে অনুমেঘার। মিঠুনের সঙ্গে কাবুলিওয়ালা সিনেমাতে অভিনয় করেছে সে। যেখানে মিঠুন চক্রবর্তী হয়েছিলেন কাবুলিওয়ালা এবং অনুমেঘা মিনির চরিত্রে অভিনয় করেছিল।