‘ম্যাডাম’ না বলে নীতাকে এই নামে ডাকেন আম্বানি বাড়ির চাকরেরা, জানলে অবাক হবেন

What Nita Ambani`s Servants Called Her : মুকেশ আম্বানি (Mukesh Ambani) হলেন ভারত তথা এশিয়া তথা বিশ্বের একজন শ্রেষ্ঠ কোটিপতি ব্যবসায়ী। সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ব্যবসা। বছরে তার কোম্পানির আয় হাজার কোটি টাকার উপরে থাকে। তিনি এবং তার স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani) সবসময় তাদের লাইফস্টাইল নিয়ে চর্চায় থাকেন। স্বাভাবিকভাবেই যারা বিশ্বের ধনীতম অবস্থানে রয়েছেন তাদের জীবনযাপনের বিলাসিতা সাধারণ মানুষকে অবাক করবে।

মুকেশ আম্বানির থেকেও বিলাসবহুল জীবনযাপন করেন তার স্ত্রী নীতা আম্বানি। তার খাওয়া‍-দাওয়া থেকে শুরু করে জামা-কাপড়, অলংকার, মেকআপ সামগ্রীর দাম কার্যত আকাশ ছোঁয়া। এহেন নীতা আম্বানিকে তাদের বাড়ির কাজের লোকেরা কী নামে সম্বোধন করেন জানেন? মুকেশ আম্বানীর স্ত্রীকে তারা ‘ম্যাডাম’ বলেন না। ডাকেন এক অন্য ‘বিশেষ’ নামে।

Mukesh Ambani`s Antilia House Inner View

Antilia House Servant`s Salary

মুকেশ আম্বানি তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে থাকেন মুম্বাইয়ের অ্যান্টিলিয়া হাউসে (Antilia House)। এই বাড়ি পৃথিবীর সবথেকে দামি বাড়ির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। মুম্বাইয়ের বাকিংহাম প্যালেসের পর মুকেশ আম্বানির বাড়িটিকেই থেকে দামি বলে বিবেচনা করা হয়। যার বাজারদর হল ১৫০০ কোটি টাকা। এত বড় বাড়ির দেখভালের জন্য শয়ে শয়ে কর্মী নিযুক্ত করেছেন মুকেশ আম্বানি।

বিভিন্ন প্রতিবেদন মারফত জানা যায় মুকেশ আম্বানির বাড়িতে ৬০০ জন কর্মচারী রয়েছেন। এই বাড়িতে প্রত্যেক কর্মচারীর জন্য বিশেষ সুযোগ সুবিধার বন্দোবস্ত রয়েছে। মোটা বেতনের পাশাপাশি তাদের আরও নানা সুযোগ-সুবিধা দেন আম্বানিরা। শোনা যায়, প্রত্যেক কর্মচারীকে নাকি মাসে ২ লক্ষ টাকা বেতন দেন মুকেশ আম্বানি। সেই সঙ্গে বিমার ব্যবস্থা ও কর্মচারীদের ছেলেমেয়েদের বিদেশে পড়াশোনার সুযোগ-সুবিধাও দেন।

Mukesh Ambani`s Antilia House Inner View

Ambani Family Servants Called Nita Ambani By This Name

মুকেশ এবং নীতা কখনও তাদের বাড়ির কর্মচারীদের কাজের লোকের নজরে দেখেন না। তারা একে অপরের সুখ-দুঃখের অংশীদার। আন্টিলিয়া হাউজের কর্মচারীরা নীতা আম্বানিকে যে নামে ডাকেন তা জেনে চমকে উঠছেন নেটিজেনরা। কারণ তারা নীতা আম্বানীকে ম্যাডাম বলে সম্বোধন করেন না। আবার মুকেশ আম্বানীকে স্যারও বলেন না। তাহলে কী নামে তাদের সম্বোধন করেন জানেন?

MUKESH AND NITA AMBANI

আরো পড়ুন : ২৭ তলার অ্যান্টিলিয়াতে বিদ্যুৎ খরচ কত? ফাঁস হল মুকেশ আম্বানির বাড়ির বিদ্যুৎ বিল

মুকেশ আম্বানীর স্ত্রীকে তারা ‘বৌদি’ বলেই ডাকেন। আর মুকেশকে দাদা বলে সম্বোধন করেন। এতে মুকেশ কিংবা নীতার কোনও আপত্তি নেই। বাড়ির চাকরদের প্রতিও ভীষণ সহানুভূতিশীল মনোভাবের প্রদর্শন করেন আম্বানী পরিবারের সদস্যরা। বলতে গেলে মুকেশ এবং নীতার কাছে তাদের বাড়ির কর্মচারীরাও যেন পরিবারের সদস্য।

আরো পড়ুন : আম্বানির স্ত্রীর সঙ্গে পরকীয়া থেকে সহবাস, রাজেশ খান্নার কেচ্ছা ফাঁস করেন ডিম্পল