নতুন বছরের শুরু থেকেই ক্রমশ আবার জমতে শুরু করেছে জি বাংলার (zee Bangla) মিঠাই (Mithai) সিরিয়ালের গল্প। ২রা জানুয়ারি থেকে মিঠাই মৃত্যু রহস্যের তদন্ত নিয়ে ঘুরে গিয়েছে গল্পের মোড়। প্রায় ৮ বছর পেরিয়ে গেলেও মিঠাইয়ের খুনিরা আজও অধরা। তবে মিঠি মনোহরাতে পা রাখতেই একের পর এক অদ্ভুত কান্ড ঘটতে শুরু করেছে। এমনই এক পরিস্থিতিতে মিঠাইয়ের খুনি সদানন্দকেও সিদ্ধার্থের হাতে ধরিয়ে দেয় মিঠি।
এদিকে আবার সদানন্দ মুখ খোলার আগেই আদিত্য আগারওয়াল তাকে খুন করার চেষ্টা করে। তবে গল্প যে এখানেই থেমে থাকবে না তা স্পষ্ট হয়ে গিয়েছে। এবার মিঠাইয়ের মৃত্যুর সমস্ত রহস্য সমাধান হবে। বর্তমানে যেমনটা দেখা যাচ্ছে, মিঠি মিঠাইয়ের রূপ ধরে সদানন্দের মুখ দিয়ে সত্যি কথা বের করার চেষ্টা করে। কিন্তু আদিত্য আগারওয়াল সদানন্দকে গুলি করে তার মুখ বন্ধ করে দিয়ে যায়।
এর পরবর্তী গল্পে এবার মিঠি এবং শাক্য চরম বিপদের মুখে পড়তে চলেছে। কিডন্যাপাররা এবার তাদের দুজনকেই অপহরণ করে নিয়ে যাবে। মিঠি এবং শাক্যকে বাঁচাতে এবার সিদ্ধার্থকে সাহায্য করার জন্য টলিউড থেকে মিঠাইয়ের গল্পে পা রাখছেন জনপ্রিয় এক অভিনেতা। এবার অঙ্কুশ হাজরা মিঠাইয়ের গল্পের এক সদস্য হতে চলেছেন। তিনি গোয়েন্দার ভূমিকায় অভিনয় করে শাক্য এবং মিঠিকে বাঁচাবেন।
উল্লেখ্য, অঙ্কুশ এর আগেও ছোট পর্দায় ধরা দিয়েছেন তার সিনেমার প্রচারের জন্য। তবে এবার মিঠাই ধারাবাহিকে তিনি আসছেন তার আসন্ন ওয়েব সিরিজের প্রচারের জন্য। এই মাসেই জি ফাইভের মুক্তি পেতে চলেছে অঙ্কুশ হাজরা সন্দীপ্তা সেন অভিনীত ওয়েব সিরিজ ‘শিকারপুর’। তার জন্য জোর কদমে প্রচার চালাচ্ছেন অঙ্কুশ, সন্দীপ্তারা।
এর আগে স্টার জলসার মন ফাগুন ধারাবাহিকের একটি এপিসোডে অতিথি হয়ে এসেছিলেন অঙ্কুশ। এবারেও মিঠাই ধারাবাহিকের আসন্ন একটি পর্বে দেখা যাবে অঙ্কুশকে। খুব তাড়াতাড়িই মিঠাইয়ের গল্পে আরও একটা নতুন মোড় আসতে চলেছে। মিঠাইয়ের মৃত্যু রহস্যের তদন্তে সাহায্য করতে করতে মিঠি নিজেই ষড়যন্ত্রকারীদের নজরে পড়ে যাবে। তার সঙ্গে সঙ্গে শাক্যকেও বিপদে পড়তে হবে।
তবে মিঠি এবং শাক্যের বিপদে তাদের রক্ষা করবে সিদ্ধার্থ। সিদ্ধার্থকে সেই কাজে সাহায্য করতে আসছেন অঙ্কুশ। ইতিমধ্যেই এই পর্বের শুটিং হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে অঙ্কুশকে নিয়ে মিঠাই ধারাবাহিকের শুটিংয়ের কিছু ঝলক ভাইরাল হয়েছে। এই ঝলক দেখেই তো মিঠাই ভক্তরা দারুণ খুশি। সেই সঙ্গে গল্পের আসন্ন টুইস্ট ঘিরে দর্শকদের আগ্রহ প্রবলভাবে বাড়ছে।