মতের মিল না হলে বিচ্ছেদই ভাল! চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন অঙ্কুশ হাজরা

বর্তমানে টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অন্যতম একজন সুপারহিট নায়ক হলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। দেব, প্রসেনজিৎ, জিতদের মাঝে তিনিও টেক্কা দিয়ে কাজ করে চলেছেন ইন্ডাস্ট্রিতে। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এবার এক চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন অঙ্কুশ হাজরা। সর্বসমক্ষে জানিয়েও দিলেন তার চরম সিদ্ধান্তের কথা।

খুব শীঘ্রই ‘মির্জা’ নামের একটি সিনেমা আনার পরিকল্পনা করেছিলেন অঙ্কুশ। এই ছবিটি তার নিজস্ব প্রযোজনা সংস্থার তরফ থেকে আনার কথা ছিল। কিছুদিন আগেই নিজের প্রযোজনার এই ছবির কথা ধুমধাম করে ঘোষণা করে দিয়েছিলেন তিনি। মির্জা ছবির প্রথম ঝলকেই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছিলেন অঙ্কুশ। তবে কিছুদিন যেতে না যেতেই ঘটে গেল ছন্দপতন।

‘অঙ্কুশ মোশন পিকচার্স’-এর আওতায় ‘মির্জা’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। অঙ্কুশের এই প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়েছিল ‘নেক্সটজেন ভেঞ্চারস’। সেই অনুযায়ী মির্জা ছবির ঘোষণা এবং মহরত করেছিলেন অঙ্কুশ। তবে সম্প্রতি তিনি একটি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন তিনি আর ‘নেক্সটজেন ভেঞ্চারস’-এর সঙ্গে মিলেমিশে কাজ করতে চান না

শনিবার সকালে অঙ্কুশ হাজরা ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লিখেছেন, “নেক্সটজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে কিছু অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে কোনও ভাবে একত্রিত হবে না। মির্জার কাজ আপাতত স্থগিত থাকবে।” তবে অঙ্কুশ অবশ্য আশ্বস্ত করে জানিয়েছেন তার এই ছবির কাজ আপাতত স্থগিত থাকলেও তা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না।

অঙ্কুশ জানিয়েছেন মির্জা ছবিটি তৈরি হবেই। ছবির কাজ তিনি বন্ধ করবেন না। তবে আপাতত নেক্সট জেন ভেঞ্চার্সের সঙ্গে তিনি কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রোডাকশন হাউজের সঙ্গে তিনি আর কাজ করবেন না। তাদের সঙ্গে তার আর কোনওরকম যোগাযোগ থাকবে না সেই বিষয়টি নিজের পোস্টে নিশ্চিত করে দিয়েছেন তিনি। তবে তিনি কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়ে খোলাখুলি কিছুই জানাননি।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

অঙ্কুশ শুধু জানিয়েছেন দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে ওই প্রযোজনা সংস্থার সঙ্গে তার মতের মিল হচ্ছিল না। তাই শেষমেষ বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি নিজে থেকেই অঙ্কুশ মোশন পিকচার্সের কাজ শুরু করতে চলেছেন। ২০২৩ সালের শুরুর দিকেই মির্জা সিনেমার শুটিং শুরু হয়ে যাবে। আপাতত অঙ্কুশের হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে। তিনি সেই কাজগুলো শেষ করতে চান।