ফুটপাতের দোকানে রুটি-তড়কা খাচ্ছেন অঙ্কুশ, দেখুন সেই ভাইরাল ভিডিও

বড় রেস্টুরেন্ট নয়! ফুটপাতের দোকানে বসে রুটি তড়কা খেলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। সোশ্যাল মিডিয়াতে নিজেই শেয়ার করলেন সেই ভিডিও। তাহলে কি এবার অভিনয় ছেড়ে ফুড ভ্লগিং শুরু করলেন টলিউড স্টার অঙ্কুশ? ভাইরাল ভিডিও দেখে এমনই প্রশ্ন করছেন ভক্তরা। ব্যাপারটা কী?

ফুড ভ্লগিং নয়, আসলে অঙ্কুশ গিয়েছিলেন তার সবথেকে প্রিয় খাবারের দোকানে। কোনও পাঁচতারা বড় রেস্টুরেন্ট নয়। ফুটপাতের ধারে নিতান্তই একটা সাধারণ খাবারের দোকানে বসে তিনি অর্ডার করে খেলেন রুটিও তড়কা। জায়গাটা ছিল কালনায়। কালনাতে একটি শো করতে গিয়েছিলেন অঙ্কুশ। সেখানে পৌঁছেই তার খিদে পেয়ে যায়। তখন তিনি ফুটপাতে একটি দোকানে বসে ডিম-ভুর্জি, রুটি-তড়কা অর্ডার করে খান।

Ankush Hazra

শুধু তাই নয়, এই দোকানের খাবারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, ‘‘আমরা অনেক সময় ফাইফ স্টার, সেভেন স্টার এইসব খুঁজি, কিন্তু খাবারের আসল স্বাদ কোথায় মেলে তা আপনাদের আজ দেখাচ্ছি…’’ এরপর তিনি সেই দোকানটি ঘুরেও দেখান।

অঙ্কুশ জানিয়েছেন তিনি এর আগেও এখানে এসে এই দোকানের খাবার খেয়েছিলেন। কলকাতায় বাইরে গেলে মাঝেমধ্যে তিনি এইসব ফুটপাতের দোকানের খাবার চেখে দেখেন। অঙ্কুশ বলেছেন, ‘ বিশ্বাস করুন যে কোনও বড় বড় হোটেল, সেখানের খাবারের সব কঠিক কঠিন নাম, যা উচ্চারণও করা যায় না, তার থেকে খাবারের আসল স্বাদ কিন্তু পাওয়া যায় এই জায়গাগুলোতেই।”

আরও পড়ুন : খাদানে দেবের এই বিড়ি স্টান্টে ৫৫ বার ঠোঁট পুড়িয়েছেন দেব! দেখুন ভাইরাল ভিডিও

Ankush Hazra

আরও পড়ুন : চুপিসারে বিয়ে করে নিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা! বিয়ের ছবি দিতেই তোলপার নেটপাড়া

অঙ্কুশের এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়াতে প্রশংসায় পঞ্চমুখ সকলে। কেউ লিখছেন, “এই ভাবেই মানুষের সঙ্গে মিশুন। অনেক শান্তি পাবেন।” কেউ লিখছেন, “একদম সাদা সিধা হিরো।’’ কেউ লিখছেন, “একদম ঠিক বলেছ দাদা আসল স্বাদ রাস্তার ধারের এই দোকানগুলোতে।” কারও আবদার, “দাদা আমাদের কালনার মাখা সন্দেশ খেয়ে দেখো আশা করি ভালো লাগবে।”

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)