চুপিসারে বিয়ে সেরে ফেললেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)? বিয়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সবাইকে চমকে দিলেন এই তারকা জুটি। কবে বিয়ে করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?
১৩ বছর ধরে প্রেমপর্ব চলছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার। তাদের বিয়ের প্রতীক্ষায় দিন গুণছিলেন ভক্তরা। অবশেষে বিয়ের সাজে সেজে সোশ্যাল মিডিয়াতে সবাইকে চমকে দিলেন তারা।
শুভদৃষ্টি থেকে রিসেপশন, বিয়েতে লাল ব্লাউজ, কমলা-গোলাপি বেনারসি ও গয়নায় সাবেকি সাজে সেজেছেন ঐন্দ্রিলা। অঙ্কুশ পরেছেন হালকা গোলাপি রঙের পাঞ্জাবি। আর রিসেপশনে কালো রঙের শেরওয়ানি পরেছেন অঙ্কুশ। ঐন্দ্রিলা পরেছেন কালো-রূপোলী বেনারসির সঙ্গে রূপোর গয়না।
আরও পড়ুন : বিয়ে করলেন আরমান মালিক! পাত্রী কে? দেখুন বিয়ের ফটো অ্যালবাম
আরও পড়ুন : বিয়ের ৪ বছরের মাথায় ভাঙলো সংসার! ডিভোর্সের পথে ধনশ্রী এবং যুজবেন্দ্র চাহাল
তবে না সত্যি সত্যি বিয়ে নয়। আসলে একটি পোশাক বিপণনী সংস্থার জন্য বিজ্ঞাপনী শ্যুটের জন্য এমন সাজে সেজেছিলেন তারা। তবে শোনা যাচ্ছে এবার নাকি শীঘ্রই নাকি তারা বিয়ের পিঁড়িতে বসবেন। বিগত ৫ বছর ধরে তারা একত্রে থাকছেন। বিয়ের প্রশ্ন উঠলে তাই জবাব দেন, “আমরা তো একসঙ্গেই আছি।” কিন্তু এবার সত্যিই খাতায়-কলমে স্বামী-স্ত্রী হবেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। টলিউডের অন্দরে অন্তত এরকমই শোনা যাচ্ছে।
View this post on Instagram